Ajker Patrika

বগুড়ায় কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ২৩: ২৯
বগুড়ায় কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

বগুড়ায় পাচারকারীদের ফেলে যাওয়া কালো পাথরের এক বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আজ বুধবার বিকেলে সদরের লাহিড়ীপাড়া দিঘলকান্দির গ্রামবাসী মূর্তিটি হস্তান্তর করে।

বগুড়া মহাস্থান জাদুঘরের কাস্টডিয়ান রাজিয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ১ মিটার দৈর্ঘ্য এবং ৪৫ সেন্টিমিটার প্রস্থের কালো পাথরে নির্মিত বিষ্ণুমূর্তিটি জাদুঘরের হেফাজতে রয়েছে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, পাচারকারী চক্র কোনো কারণে মূর্তিটি ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

তিনি জানান, বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের দীঘলকান্দি গ্রামে করতোয়া নদীর পাড়ে চটের বস্তায় মূর্তিটি পান ব্যবসায়ী হেলাল উদ্দিন ও ভ্যানচালক ককরু মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত