Ajker Patrika

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর মাথা ফাটাল অভিযুক্তরা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর মাথা ফাটাল অভিযুক্তরা

বগুড়ার শেরপুরে এক তরুণীকে (২২) বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর মাথা ফেটে জখম করার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘রাত ১২টার দিকে শৌচাগারের উদ্দেশে ঘর থেকে বের হই। এ সময় আবদুল মান্নান (৪২) নামে এক ব্যক্তি আমার মুখ বেঁধে জোরপূর্বক তুলে নেন। গ্রামের বাইরে মাঠের একটি গাছের নিচে নেন। সেখানে আগে থেকেই আরও চারজন অবস্থান করছিলেন। মান্নানসহ অপর চারজন ধর্ষণ করেন। পরে লাঠি দিয়ে মাথায় আঘাট করেন।’ 

ওই নারীর বাবা বলেন, ‘আমি এই ঘটনার বিচার চাই।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘আজ শুক্রবার বেলা ১০টায় চিকিৎসার জন্য এই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। মৌখিক বয়ান ও পরিস্থিতি দেখে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ 

চিকিৎসক আরও বলেন, তাঁর মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে শেরপুর থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত