Ajker Patrika

সিরাজগঞ্জে সহোদর হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে সহোদর হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজগঞ্জের চৌহালীতে সহদোর হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন। 

আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) জেবু ন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন—চৌহালী উপজেলার কোদালিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে নাছির উদ্দিন (৪০), সহিদুল ইসলাম সাচ্চা (৫০) ও একই গ্রামের মৃত সমেশ আলী ছেলে মো. ইসরাফিল হোসেন (৬৫)। 

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, চৌহালী উপজেলার চর কোদালিয়া গ্রামে ১৫ শতাংশ জমি নিয়ে আন্তাব আলীর (নিহতদের বাবা) সঙ্গে আসামি নাছিরের বিরোধ চলছিল। ঘটনার ২০-২৫ দিন আগে সহিদুল ইসলাম আন্তাব আলীর জমির ওপর দিয়ে তৈরি করা পানির নালা কোদাল দিয়ে কেটে ফেলে। খবর পেয়ে আন্তাব আলী ও তাঁর দুই ছেলে কাউছার ও মিল্টনকে সঙ্গে নিয়ে সহিদুল ইসলামকে নালা কাটার কারণ জিজ্ঞাসা করায় তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় সহিদুল ইসলামের পরিণাম খুব খারাপ হবে বলেও হুমকি দেন। 

 ২০১৮ সালের ৭ ডিসেম্বর বিকেলে কাউছার চৌহালী উপজেলার পূর্ব কোদালিয়া উত্তর পাড়া গ্রামে মামা আলী আকবরের বাড়িতে বেড়াতে যান। তখন নাছির উদ্দিন কাউছারকে দেখে বাঁশের লাঠি নিয়ে মারার জন্য ধাওয়া করলে তিনি দৌড়ে মামার বাড়িতে আশ্রয় নেন। ঘটনাটি কাউছার মোবাইল ফোনে তার ভাই মিল্টনকে জানান। মিল্টন তাঁর বাবা-মাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসলে আসামিরা লাঠি-সোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেন। হামলায় কাউছার ও মিল্টন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে কাউছার ও মিল্টন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এ ঘটনায় নিহতদের মা মোছা. হায়াতুন নেছা বাদী হয়ে চৌহালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা চলাকালে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে মৃত্যুদণ্ড দেন বিচারক। মামলার আসামি ও নিহতেরা চাচাতো মামা-ভাগনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত