Ajker Patrika

আজিজুল হক কলেজের মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৪: ৪৭
আজিজুল হক কলেজের মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কালিতলা এলাকার সঞ্জয় কুন্ডু নামের এক ব্যক্তি জানান, উদ্ধার করা মরদেহ তাঁর বড় ভাই সুমন কুন্ডুর (৪০)। তাঁদের বাড়ি আদমদীঘি উপজেলার বিহিগ্রামে হলেও তারা দীর্ঘদিন ধরে বগুড়া শহরের কালিতলায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।

সঞ্জয় কুন্ডু জানান, তাঁর ভাই একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। কিছুদিন আগে চাকরি চলে যাওয়ায় স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন।

তিনি আর জানান, তাঁর ভাই ধূমপান করতেন না। অথচ মরদেহের পার্শ্বে একটি খালি মদের বোতল পাওয়া গেছে। কেউ তার ভাইকে মদের সঙ্গে বিষ জাতীয় কিছু সেবন করিয়ে হত্যা করেছে বলে ধারণা তাঁর।

এসআই শামিম বলেন, ২৭-২৮ বছর বয়সীয় যুবকের পরনে জিন্সের প্যান্ট ও জ্যাকেট ছিল। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হলো বিষয়টি ময়নাতদন্তের প্রতিবেদন না পেলে নিশ্চিত বলা যাবে না।

বগুড়া শহরের স্টেডিয়ামে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামিম আহম্মেদ জানান, সরকারি আজিজুল হক কলেজের (পুরতন ভবন) পশ্চিম পাশে খেলার মাঠের এক কোনায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীরা। তাঁরা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত