Ajker Patrika

র‍্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু: ঘটনা নিয়ে যা বললেন যুগ্মসচিব এনামুল হক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৮ মার্চ ২০২৩, ২৩: ১৬
র‍্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু: ঘটনা নিয়ে যা বললেন যুগ্মসচিব এনামুল হক

র‍্যাব হেফাজতে মৃত সুলতানা জেসমিনকে আটক করা হয়েছিল স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক মো. এনামুল হকের অভিযোগের পরিপ্রেক্ষিতে। জেসমিনকে আটকের পরদিন ২৩ মার্চ তিনি নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেন। তাঁর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা করা হচ্ছিল বলে দাবি করেছেন এনামুল হক। এর আগেও এক নারী এভাবে প্রতারিত হয়ে ঢাকায় তাঁর নামে মামলা করেছিলেন বলে জানিয়েছেন তিনি। তবে তখন তাঁর ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল।

আজ মঙ্গলবার সকালে এনামুল হকের দপ্তরে তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। তিনি বলেন, ‘জেসমিন অসুস্থ হয়ে পড়লে তাঁর চিকিৎসার ব্যবস্থা এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মামলা করতে তাঁর বিলম্ব হয়েছে।’ অবশ্য মামলার এজাহারেও একই কথা বলেছেন তিনি। 

মামলার এজাহারে এনামুল হক উল্লেখ করেছেন, চাঁদপুরের হাইমচর থানার গাজীবাড়ি এলাকার মো. আল-আমিন (৩২) ও নওগাঁর সুলতানা জেসমিন (৪০) তাঁর নামে একটি ফেসবুক আইডি খুলে প্রতারণা করে আসছিলেন। গত ২০ মার্চ অফিসের উচ্চমান সহকারীর মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। চাকরি দেওয়ার নাম করে তাঁর নামে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনি আসামিদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হন। 

এরপর ২২ মার্চ অফিশিয়াল কাজে নওগাঁর উদ্দেশে রওনা হন। নওগাঁ বাসস্ট্যান্ড এলাকায় র‍্যাবের একটি টহল দলকে দেখতে পেয়ে তিনি ঘটনা খুলে বলেন। এরপর র‍্যাবের দল তাঁকে সঙ্গে নিয়েই জেসমিনকে আটক করতে যায়। সেদিন ১১টা ৫০ মিনিটে নওগাঁর মুক্তির মোড় থেকে সুলতানা জেসমিনকে আটক করা হয়। সেখানেই কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে জেসমিনকে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। তিনি স্বীকার করেন, আল-আমিন নামে এক যুবকের সঙ্গে তিনি যোগসাজশ করে এনামুল হকের নামে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে প্রতারণা করছেন। জিজ্ঞাসাবাদ চলাকালেই সুলতানা জেসমিন অসুস্থবোধ করেন। তাঁকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়। 

এনামুল হকের বক্তব্য অনুযায়ী, গত বছরের শুরুতে তাঁর ফেসবুক আইডি হ্যাক হয়। এ ব্যাপারে গত বছরের মার্চে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। তবে কবে কোন থানায় সেই জিডি করা হয়েছিল সে তথ্য তিনি দিতে চাননি। 

এদিকে সুলতানা জেসমিনের বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার এজাহারে দাবি করেছেন, তাঁর নাম ও ছবি ব্যবহার করে নতুন আইডি খুলে প্রতারণা করা হচ্ছিল। 

এনামুল হক জানিয়েছেন, এক ব্যক্তি তাঁর ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা করেছিলেন। পরবর্তীতে তাঁকেই আল-আমিন হিসেবে শনাক্ত করা হয়। এই আল-আমিন জেসমিনের সঙ্গে তাঁর নামের ভুয়া আইডি থেকেই বন্ধুত্ব গড়ে তোলেন। স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক পরিচয় দিয়ে ‘ব্যক্তিগত’ সম্পর্ক গড়ে তোলেন তিনি। দুজনের মেসেঞ্জারের কথোপকথনে বিষয়টিও র‍্যাবের মাধ্যমে তিনি নিশ্চিত হয়েছেন।

স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক এনামুল হকের দাবি, আল-আমিন তাঁর পরিচয় ব্যবহার করে অন্য মানুষের সঙ্গে প্রতারণার ফাঁদ পাতেন। চাকরি দেওয়ার প্রলোভন দেখান ফেসবুকে। চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নিতে শুরু করেন। তবে আল-আমিন নিজে টাকা না নিয়ে জেসমিনের ব্যাংক হিসাবে টাকা নিতে শুরু করেন। এই টাকা তুলে জেসমিন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আল-আমিনের কাছে পাঠাতেন। এই সবকিছুর প্রমাণ পাওয়া গেছে। 

যুগ্মসচিব পদমর্যাদার এই কর্মকর্তা আরও দাবি করেন, জেসমিনও আগে জানতেন না যে তাঁর কথা হয় হ্যাকার আল-আমিনের সঙ্গে। তিনিও প্রতারিত হন। একপর্যায়ে আল-আমিন নিজেই জেসমিনকে জানিয়ে দেন যে, তিনি আসলে এনামুল হক নন, একজন হ্যাকার। কিন্তু তখন আর জেসমিনের এই প্রতারকের কাছ থেকে দূরে সরে আসার কোনো পথ ছিল না। 

এনামুল হক জানান, জেসমিনের ব্যাংক হিসাব পর্যবেক্ষণ করে দেখা গেছে, এতে ১৯ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। এই টাকা গেছে আল-আমিনের কাছে। 

গত বছর প্রতারণার মামলা হয় ঢাকায়

যুগ্মসচিব এনামুল হক জানিয়েছেন, তাঁর ফেসবুক আইডি হ্যাক করার পরই চাকরি দেওয়ার নামে প্রতারণা শুরু করেন আল-আমিন। এ ব্যাপারে ছন্দা জোয়ার্দার নামে প্রতারণার শিকার এক নারী গত বছরের অক্টোবরে ঢাকার মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। ওই নারী জানতেন না যে ফেসবুক আইডি ব্যবহারকারী আল-আমিন। তিনি ভেবেছিলেন যুগ্মসচিব এনামুল হকের সঙ্গেই তাঁর কথা হয়। তাই তিনি এনামুল হককে আসামি করে ওই মামলা করেন। এই মামলায় রোমানা ফেরদৌস নামের আরেক নারীকেও আসামি করা হয়। প্রতারক আল-আমিন রোমানার মাধ্যমে টাকা নিয়েছিলেন ছন্দার কাছ থেকে। রোমানা আল-আমিনের হয়ে ছন্দার কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছিলেন। একইভাবে নওগাঁর জেসমিনকে ব্যবহার করে টাকা সংগ্রহ করেছেন আল-আমিন। 

এনামুল হক জানান, ওই মামলায় আদালতে হাজির হয়ে তিনি জামিন নিয়েছেন। আদালতে তিনি জানিয়েছেন, তাঁর ফেসবুক আইডি হ্যাক হয়েছে। টাকা গ্রহণকারী রোমানাকেও তিনি চেনেন না। এখন আল-আমিন গ্রেপ্তার হলে সবকিছু পরিষ্কার হবে বলে তাঁর বিশ্বাস। 

আল-আমিনকে খুঁজছে র‍্যাব

হ্যাকার ও প্রতারক আল-আমিনের খোঁজ শুরু করেছে র‍্যাব। র‍্যাব-৫-এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, ‘আমরা আল-আমিনকে গ্রেপ্তারের চেষ্টা করছি। আশা করছি, দু-এক দিনের মধ্যেই তাঁকে আমরা গ্রেপ্তার করতে পারব।’

জেসমিনকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘র‍্যাব আইনের মধ্যে থেকেই কাজ করে। জেসমিনকে নির্যাতন করার কোনো কারণ নেই। কারণ, তিনি যে প্রতারক চক্রের সঙ্গে জড়িত তা প্রমাণ হয়েছে আগেই। তিনি তা স্বীকারও করেছিলেন।’

এনামুল হক মামলা করার আগেই জেসমিনকে আটক করা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। র‍্যাব অতি উৎসাহী তৎপরতা দেখিয়েছে বলেও অভিযোগ উঠেছে। সে বিষয়ে জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, ‘একজন যুগ্মসচিব পদমর্যাদার কোনো কর্মকর্তা যদি এভাবে হেনস্তার শিকার হন, অপরাধ না করেও মামলায় পড়ে হয়রানি হন, তখন বিষয়টি গুরুত্ব সহকারেই দেখতে হয়। তা ছাড়া মামলা না থাকলে যে কাউকে আটক করা যাবে না, তা নয়। কেউ অপহরণের শিকার হলেও তো আমরা খবর পেলেই উদ্ধার করি। পরে মামলা হয়।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত