Ajker Patrika

ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির সময় হাতেনাতে আটক ৩ নারী

প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২৩: ২৪
ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির সময় হাতেনাতে আটক ৩ নারী

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় তিন নারী চোরকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। উপজেলার জামতৈল বাজারের কৃষি ব্যাংকের নিচ থেকে শারমিন নামে এক মহিলার ভ্যানিটি ব্যাগের চেইন খুলে টাকা নেওয়ার সময় তাঁদের হাতেনাতে ধরা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার শিউলী বেগম (২২), তাঁর ছোট বোন সানজিদা (১৮) ও একই এলাকার সোনিয়া আক্তার (২০)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রসুলপুর দক্ষিণ পাড়া এলাকার শারমিন নামে এক নারী ব্যাংকে বিদ্যুৎ বিল পরিশোধ করে বের হচ্ছিলেন। এ সময় ভ্যানিটি ব্যাগের চেইন খুলে টাকা নেওয়ার সময় ওই তিন নারীকে ধরা হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিয়ে পুলিশে দেন। 

কামারখন্দ থানার উপপরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তিন নারী চোরকে ধরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ভুক্তভোগী ওই নারীর পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাঁদের কামারখন্দ উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এনে মুচলেকা নিয়ে দুপুর ২টায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। 

কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ মুচলেকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত