Ajker Patrika

শাজাহানপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি
শাজাহানপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

শাজাহানপুর (বগুড়া): বগুড়া শাজাহানপুর থেকে ছাব্বির হোসেন (১৪) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বগুড়া শাজাহানপুর উপজেলার খড়না ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বুডাগাড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের জামাইপাড়া গ্রামের কৃষক গোলাম রব্বানির ছেলে ছাব্বির হোসেন। গত মঙ্গলবার জামগ্রাম স্ট্যান্ডে অটোরিকশা নিয়ে এসেছিল যাত্রী বহনের জন্য। এরপর সারা দিন তার আর কোনো সংবাদ পাচ্ছিলেন না পরিবারের লোকজন। পরদিন বুধবার কাহালু থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনেরা।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, উপজেলার জগন্নাথপুর গ্রামের বুডাগাড়ি নামক এলাকার একটি কালভার্টের নিচের পনিতে ডুবেছিল মরদেহটি। মাথার চুল এবং হাতের সামান্য অংশ ভেসে থাকতে দেখে থানায় খবর দেন পথচারীরা। এ সময় মরদেহের গলায় রুমাল এবং দড়ি প্যাঁচানো ছিল।

জগন্নাথপুর গ্রামের স্থানীয়রা বলেন, মরদেহটিতে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। গতকাল বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে এখানে কেউ মরদেহটি ফেলে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন কারি থানার এসআই শামীম হাসান বলেন, নিহত ছাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ছিনতাইকারীর হাতে খুন হয়েছেন। দুর্বৃত্তরা অন্য কোথাও খুন করে মরদেহ এখানে ফেলে গেছে। অটো রিকশা উদ্ধার হয়নি। তবে দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত