Ajker Patrika

মেলান্দহে জাল ভোট দেওয়ায় দুই যুবককে ৬ হাজার টাকা অর্থদণ্ড

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৭
মেলান্দহে জাল ভোট দেওয়ায় দুই যুবককে ৬ হাজার টাকা অর্থদণ্ড

জামালপুরের মেলান্দহে ইউপি নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মধ্যচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত যুবকেরা হলেন উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের মধ্যচর গ্রামের আবুল মোগলের ছেলে মমিন মিয়া ও ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম বাগবাড়ী এলাকার সোহরাব আলীর ছেলে রাকিবুল ইসলাম। 

জানা যায়, গত ২৮ নভেম্বর উপজেলার ৯টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় উপজেলার তিনটি কেন্দ্র ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। আজ সকাল থেকে তিন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরিষাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা আজকের পত্রিকাকে বলেন, জাল ভোট দেওয়ার অভিযোগে মমিন মিয়াকে ২ হাজার ও রাকিবুল ইসলামকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত