Ajker Patrika

জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১১: ২৩
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন 

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই আমির উদ্দিনের দায়ের কোপে সৌদিপ্রবাসী ছোট ভাই সফির উদ্দিন (৫০) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন আমির উদ্দিন। 

আমির উদ্দিন ও সফির উদ্দিন ওই এলাকার ছাবেদ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাবেদ আলীর বড় ছেলে আমির উদ্দিন ও ছোট ছেলে সফির উদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল দুপুরে বিরোধপূর্ণ জমিতে সফির উদ্দিন বাঁশ কাটতে গেলে আমির উদ্দিনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সফির উদ্দিনের মাথায় দা দিয়ে কোপ দিয়ে পালিয়ে যান আমির উদ্দিন। পরে স্বজনেরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সফির উদ্দিন মারা যান। 

নিগুয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুদ্দিন মৃধা নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, সফির উদ্দিন দুই মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটেছে। 

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর থেকে আমির উদ্দিন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় সফির উদ্দিনের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মমেক হাসপাতালের মর্গে পাঠানো রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত