যশোরের মনিরামপুরে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার বাগডোব গ্রামে এ ঘটনা ঘটে।
ডাকাতরা সাবেক ইউপি সদস্য আতিয়ার রহমান (৬৫) ও তাঁর স্ত্রীর (৬০) হাত–মুখ বেঁধে দুটি গরু, ৫ ভরি স্বর্ণ ও বালিশ–কম্বল নিয়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে আজ শনিবার সকালে রোহিতা ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন, প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান ও থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী আতিয়ার রহমান বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে বাড়িতে আমি আর আমার স্ত্রী ঘুমিয়ে ছিলাম। রাত দুইটার দিকে ঘরে মুখোশধারী তিনজন ঢোকে। খালি গায়ে হাফ প্যান্ট পরিহিত তাদের হাতে দা–ছুরি ছিল। ঘরে ঢুকে ঘুম থেকে টেনে তুলে আমাদের কাপড় দিয়েই হাত–মুখ বেঁধে ফেলে তারা। এরপর ঘরের মালামাল তছনছ করে মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকে।’
সাবেক এই ইউপি সদস্য আরও বলেন, ‘ডাকাতরা ঘরে থাকা স্বর্ণের পাঁচ ভরি ওজনের বিভিন্ন অলংকার, টেলিভিশন, দুটো মোবাইল ফোন, টর্চ লাইটসহ কম্বল ও বালিশ নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর আমরা নিজেরা বাঁধন খুলেছি। কিন্তু ভয়ে বাইরে বের হইনি। সকাল হলে বাইরে বেরিয়ে দেখি গোয়াল ঘর থেকে দুটো গরু নিয়ে গেছে তারা।’
রোহিতা ইউপি প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, আতিয়ার এক ছেলে ও দুই মেয়ে। মেয়েদের বিয়ে হয়েছে। ছেলেটা বিদেশে শ্রমিকের কাজ করছে। স্ত্রীকে নিয়ে তিনি একা বাড়িতে থাকেন। নতুন ছাদের ঘরের জানালা দরজা ভালো না। আতিয়ারের বাড়ি থেকে অন্য প্রতিবেশীদের বাড়ি খানিকটা দূরে হওয়ায় রাতে ডাকাতির ঘটনা কেউ টের পাননি।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ মণ্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ভুক্তভোগী পরিবারকে থানায় আসতে বলেছি।’
যশোরের মনিরামপুরে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার বাগডোব গ্রামে এ ঘটনা ঘটে।
ডাকাতরা সাবেক ইউপি সদস্য আতিয়ার রহমান (৬৫) ও তাঁর স্ত্রীর (৬০) হাত–মুখ বেঁধে দুটি গরু, ৫ ভরি স্বর্ণ ও বালিশ–কম্বল নিয়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে আজ শনিবার সকালে রোহিতা ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন, প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান ও থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী আতিয়ার রহমান বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে বাড়িতে আমি আর আমার স্ত্রী ঘুমিয়ে ছিলাম। রাত দুইটার দিকে ঘরে মুখোশধারী তিনজন ঢোকে। খালি গায়ে হাফ প্যান্ট পরিহিত তাদের হাতে দা–ছুরি ছিল। ঘরে ঢুকে ঘুম থেকে টেনে তুলে আমাদের কাপড় দিয়েই হাত–মুখ বেঁধে ফেলে তারা। এরপর ঘরের মালামাল তছনছ করে মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকে।’
সাবেক এই ইউপি সদস্য আরও বলেন, ‘ডাকাতরা ঘরে থাকা স্বর্ণের পাঁচ ভরি ওজনের বিভিন্ন অলংকার, টেলিভিশন, দুটো মোবাইল ফোন, টর্চ লাইটসহ কম্বল ও বালিশ নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর আমরা নিজেরা বাঁধন খুলেছি। কিন্তু ভয়ে বাইরে বের হইনি। সকাল হলে বাইরে বেরিয়ে দেখি গোয়াল ঘর থেকে দুটো গরু নিয়ে গেছে তারা।’
রোহিতা ইউপি প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, আতিয়ার এক ছেলে ও দুই মেয়ে। মেয়েদের বিয়ে হয়েছে। ছেলেটা বিদেশে শ্রমিকের কাজ করছে। স্ত্রীকে নিয়ে তিনি একা বাড়িতে থাকেন। নতুন ছাদের ঘরের জানালা দরজা ভালো না। আতিয়ারের বাড়ি থেকে অন্য প্রতিবেশীদের বাড়ি খানিকটা দূরে হওয়ায় রাতে ডাকাতির ঘটনা কেউ টের পাননি।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ মণ্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ভুক্তভোগী পরিবারকে থানায় আসতে বলেছি।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৮ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫