Ajker Patrika

পালিয়ে বিয়ে করায় নির্যাতন, পরে যুবকের আত্মহত্যা 

পালিয়ে বিয়ে করায় নির্যাতন, পরে যুবকের আত্মহত্যা 

যশোরের মনিরামপুরে প্রেমিকাকে পালিয়ে বিয়ে করায় পারভেজ হোসেন (২২) নামের এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। লজ্জায় ওই যুবক বিষপানে আত্মহত্যা করায় মেয়ের বাবা ইমরান হোসেন (৩৯) ও নানা সিরাজুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার তিনি বিষপান করেন। নিহত পারভেজ উপজেলার বাগডোব গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি নানা বাড়ি থেকে স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন। 

এদিকে গতকাল শনিবার মারপিট ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মনিরামপুর থানায় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন ওই যুবকের নানা সিদ্দিক ব্যাপারি। 

মামলার বাকি তিন আসামি হলেন রোহিতা ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, মেয়ের দাদা আব্দুল করিম ও চাচা কামরুল ইসলাম। 

মামলার বাদী সিদ্দিক ব্যাপারি বলেন, একই শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পারভেজের। এক সপ্তাহ আগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় পারভেজ। এর দুদিন পর গত সোমবার ঝিকরগাছা থেকে দুজনকে ধরে নিয়ে আসেন মেয়ের স্বজনেরা। এরপর সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়িতে আম গাছে বেঁধে পারভেজকে মারপিট করেন। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। 

সিদ্দিক ব্যাপারি আরও বলেন, মেয়ের বাবা নানাভাবে হুমকি দিতে থাকেন। এতে ভয়ে ও অপমানে গত শুক্রবার দুপুরে বিষপান করে পারভেজ। আজ সকালে খুলনায় চিকিৎসারত অবস্থায় মারা যায় সে।

মামলার আসামি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘মারপিটের ঘটনা সত্য নয়। ছেলে ও মেয়ে পালিয়ে যাওয়ার পর তাঁরা দুজনে বিয়ে করে। এরপর তাঁদের উদ্ধারের পর দুপক্ষ আমার কাছে নিয়ে আসেন। আমার বাড়ি বসে দুপক্ষকে মিটমাট করে দিয়েছি। মেয়েটিকে না পেয়ে ছেলেটি বিষপান করেছে।’ 

খেদাপাড়া ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস বলেন, ‘বিষপানে যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি।’ 

বাগডোব ওয়ার্ডের ইউপি সদস্য খোকন মোড়ল বলেন, বিকেলে ময়নাতদন্ত শেষে পারভেজের মরদেহ বাড়ি নেওয়া হয়েছে। 

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, মারপিটের পর বিষপানে যুবকের আত্মহত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত