Ajker Patrika

খুলনায় পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৫: ২১
খুলনায় পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের সোর্স মো. সোহাগ পাটোয়ারী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। 

গতকাল সোমবার রাত রাত ১২টার দিকে নগরীর ৪ নম্বর কাশেম সড়ক সবুজপল্লী এলাকার প্রধান সড়কের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত সোহাগ ওই এলাকার মালেক পাটোয়ারীর ছেলে। এদিকে এলাকাবাসী জানান, সোহাগ পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তাঁদের ধারণা, পূর্বশত্রুতার জের তাঁকে হত্যা করা হয়েছে। 

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক বলেন, সোমবার রাত ১২টার দিকে ফোন করে সোহাগকে ডেকে নেয় দুর্বৃত্তরা। সবুজপল্লীর প্রধান সড়কের পাশে পৌঁছানোমাত্র ওত পেতে থাকা দুর্বৃত্তরা চাপাতি ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে চারজন উপস্থিত ছিলেন। তাঁদের শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে একজন সোহাগকে ফোন করে বাসা থেকে ডেকে নেন। বাকি তিনজন তাঁকে কুপিয়ে জখম করেন। তাঁরা মৃত ব্যক্তির হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের বিষয়ে পাওয়া তথ্য তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত