কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
কোটচাঁদপুরে ভবনের দেয়াল কেটে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে স্থানীয় পাইলট মাধ্যমিক বিদ্যালয় সড়কের পলাশ জুয়েলার্সে এই চুরি হয়েছে। এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেন জুয়েলার্সের মালিক পলাশ কর্মকার।
পলাশ কর্মকার বলেন, ‘পাশের ফুসকা হাউজের শাহিন সকালে ফোন করে জানান চুরির কথা। এসে দেখতে পাই চোরেরা প্রথমে ভবনের দেয়াল কেটে ফুসকা হাউসে ঢোকে। এরপর আমার দোকানের দেয়াল কেটে ভেতরে ঢোকে। পরে তারা দোকানের সিন্ধুক ভেঙে সাড়ে ৫ ভরি স্বর্ণ, নগদ ১৭ হাজার টাকা নিয়ে যায়। তবে কতটা ক্ষতি হয়েছে তা এখন পুরোপুরি বলা সম্ভব হচ্ছে না। ধারণা করছি, সব মিলিয়ে ৬ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। তবে এ ধরনের ঘটনা এক দিনে কারো পক্ষে করা সম্ভব নয়। এটা পূর্বপরিকল্পিত ঘটনা।’
স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহাদেব কর্মকার বলেন, ‘সকালে জানতে পারি চুরির ঘটনা। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখি ভবনের দেয়াল ভেঙে চুরি করা হয়েছে। এ উপজেলায় ৬২টির মতো জুয়েলার্সের দোকান রয়েছে। এদের নিয়ে গঠিত জুয়েলারি সমিতি। এ ঘটনায় কী করা উচিত তা সবাই মিলে সিদ্ধান্ত নেব।’
এ বিষয়ে কোটচাঁদপুর হাইওয়ের পুলিশ পরিদর্শক আক্তারুজ্জামান লিটন বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি পরিকল্পিত ঘটনা। আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।’
কোটচাঁদপুর মডেল থানার ডিউটিরত উপপরিদর্শক আইয়ুব হোসেন জানান, এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ হয়নি।
কোটচাঁদপুরে ভবনের দেয়াল কেটে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে স্থানীয় পাইলট মাধ্যমিক বিদ্যালয় সড়কের পলাশ জুয়েলার্সে এই চুরি হয়েছে। এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেন জুয়েলার্সের মালিক পলাশ কর্মকার।
পলাশ কর্মকার বলেন, ‘পাশের ফুসকা হাউজের শাহিন সকালে ফোন করে জানান চুরির কথা। এসে দেখতে পাই চোরেরা প্রথমে ভবনের দেয়াল কেটে ফুসকা হাউসে ঢোকে। এরপর আমার দোকানের দেয়াল কেটে ভেতরে ঢোকে। পরে তারা দোকানের সিন্ধুক ভেঙে সাড়ে ৫ ভরি স্বর্ণ, নগদ ১৭ হাজার টাকা নিয়ে যায়। তবে কতটা ক্ষতি হয়েছে তা এখন পুরোপুরি বলা সম্ভব হচ্ছে না। ধারণা করছি, সব মিলিয়ে ৬ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। তবে এ ধরনের ঘটনা এক দিনে কারো পক্ষে করা সম্ভব নয়। এটা পূর্বপরিকল্পিত ঘটনা।’
স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহাদেব কর্মকার বলেন, ‘সকালে জানতে পারি চুরির ঘটনা। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখি ভবনের দেয়াল ভেঙে চুরি করা হয়েছে। এ উপজেলায় ৬২টির মতো জুয়েলার্সের দোকান রয়েছে। এদের নিয়ে গঠিত জুয়েলারি সমিতি। এ ঘটনায় কী করা উচিত তা সবাই মিলে সিদ্ধান্ত নেব।’
এ বিষয়ে কোটচাঁদপুর হাইওয়ের পুলিশ পরিদর্শক আক্তারুজ্জামান লিটন বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি পরিকল্পিত ঘটনা। আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।’
কোটচাঁদপুর মডেল থানার ডিউটিরত উপপরিদর্শক আইয়ুব হোসেন জানান, এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ হয়নি।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫