Ajker Patrika

কোটচাঁদপুরে ভবনের দেয়াল কেটে স্বর্ণের দোকানে চুরি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২২, ১৪: ০৩
কোটচাঁদপুরে ভবনের দেয়াল কেটে স্বর্ণের দোকানে চুরি

কোটচাঁদপুরে ভবনের দেয়াল কেটে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে স্থানীয় পাইলট মাধ্যমিক বিদ্যালয় সড়কের পলাশ জুয়েলার্সে এই চুরি হয়েছে। এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেন জুয়েলার্সের মালিক পলাশ কর্মকার। 

পলাশ কর্মকার বলেন, ‘পাশের ফুসকা হাউজের শাহিন সকালে ফোন করে জানান চুরির কথা। এসে দেখতে পাই চোরেরা প্রথমে ভবনের দেয়াল কেটে ফুসকা হাউসে ঢোকে। এরপর আমার দোকানের দেয়াল কেটে ভেতরে ঢোকে। পরে তারা দোকানের সিন্ধুক ভেঙে সাড়ে ৫ ভরি স্বর্ণ, নগদ ১৭ হাজার টাকা নিয়ে যায়। তবে কতটা ক্ষতি হয়েছে তা এখন পুরোপুরি বলা সম্ভব হচ্ছে না। ধারণা করছি, সব মিলিয়ে ৬ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। তবে এ ধরনের ঘটনা এক দিনে কারো পক্ষে করা সম্ভব নয়। এটা পূর্বপরিকল্পিত ঘটনা।’ 
 
স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহাদেব কর্মকার বলেন, ‘সকালে জানতে পারি চুরির ঘটনা। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখি ভবনের দেয়াল ভেঙে চুরি করা হয়েছে। এ উপজেলায় ৬২টির মতো জুয়েলার্সের দোকান রয়েছে। এদের নিয়ে গঠিত জুয়েলারি সমিতি। এ ঘটনায় কী করা উচিত তা সবাই মিলে সিদ্ধান্ত নেব।’

এ বিষয়ে কোটচাঁদপুর হাইওয়ের পুলিশ পরিদর্শক আক্তারুজ্জামান লিটন বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি পরিকল্পিত ঘটনা। আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।’

কোটচাঁদপুর মডেল থানার ডিউটিরত উপপরিদর্শক আইয়ুব হোসেন জানান, এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত