Ajker Patrika

কোটচাঁদপুরে পৌর টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৩: ০৭
কোটচাঁদপুরে পৌর টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোটচাঁদপুরর চৌগাছা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন। এ সময় আরও ২ জন আহত হন। 

নিহতরা হলেন তালমিলপাড়ার ফিরোজ আহমেদের ছেলে জীবন (২২) ও এলাঙ্গী গ্রামের বাবু তালেবের ছেলে আক্তার হোসেন (১৯)। 

আহতরা হলেন পৌরসভার সলেমানপুর পুকুরপাড়ার দাউদ হোসেনের ছেলে সোহাগ হোসেন (২৫) ও পৌরসভার নজির মালিতার ছেলে সাব্বির হোসেন (২০)। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে কোটচাঁদপুরে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে চৌগাছা বাসস্ট্যান্ডে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জীবনকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়। পথে আক্তার হোসেন মারা যান।

এ বিষয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জেরিন বলেন, সংঘর্ষের ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজন স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা যান। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

ওসি মো. মঈন উদ্দিন বলেন, কোটচাঁদপুর পৌরসভার টোল আদায়কে কেন্দ্র এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমন আহম্মেদ ডন নামের একজনকে আটক করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত