ভারতের এক সুগন্ধি ব্যবসায়ীর বাড়িতে মিলল নগদ দেড় শ কোটি রুপি। অবশ্য কর কর্তৃপক্ষ এখনো সব টাকা গুনে শেষ করতে পারেনি। সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের (সিবিআইসি) চেয়ারম্যান বিবেক জোহরি বলছেন, সংস্থার ইতিহাসে সর্ববৃহৎ অবৈধ অর্থ উদ্ধারের ঘটনা এটি।
আজ শুক্রবার সংবাদ সংস্থা এএনআই বিবেক জোহরির বরাত দিয়ে জানিয়েছে, উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে সুগন্ধি ব্যবসায়ী পীযূষ জৈনের মালিকানাধীন ভবন থেকে ১৫০ কোটি রুপি উদ্ধার করা হয়েছে।
অভিযানের ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, দুটি বড় ওয়ারড্রোব নগদ টাকায় ঠাসা। বান্ডিলগুলো কাগজ দিয়ে মোড়ানো এবং হলুদ টেপ দিয়ে সুরক্ষিত। ছবিতে দেখা যাচ্ছে, সিবিআইসি, আইটি বিভাগ ও গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) ইন্টেলিজেন্স ইউনিটের কর্মকর্তারা একটি কক্ষের মাঝখানে বিছানো চাদরে বসে আছেন, চারপাশে নগদ টাকা। নোট গণনার তিনটি মেশিনও দেখা যাচ্ছে।
গত বৃহস্পতিবার থেকে উত্তর প্রদেশ, গুজরাট ও মুম্বাইয়ের একাধিক ভবনে অভিযান শুরু হয়েছে। উত্তর প্রদেশের কানপুরে মেসার্স ত্রিমূর্তি ফ্র্যাগ্রেন্সের মালিকানাধীন একটি কারখানা থেকে এই অভিযানের শুরু। এই কারখানায় শিখর ব্র্যান্ডের পান-মসলা এবং অন্যান্য সুগন্ধি তামাকজাত পণ্য উৎপাদন করা হয়।
কানপুরেও একটি পরিবহন সংস্থার মালিকানাধীন অফিস ও গুদামে অভিযান চালানো হয়। এর পরেই অভিযান চালানো হয় পীযূষ জৈনের ভবনে।
জিএসটি বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেসার্স ওডোকেম ইন্ডাস্ট্রিজের অংশীদারদের আবাসিক এলাকা...যারা সুগন্ধির কাঁচামাল সরবরাহ করত...সেসব স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
জিএসটি কর্মকর্তারা জানিয়েছেন, এই টাকাগুলো একটি পণ্য পরিবহন সংস্থার জাল চালান এবং ই-ওয়ে বিল ছাড়া পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট। ভুয়া প্রতিষ্ঠানের নামে এসব জাল চালান তৈরি করা হয়েছিল। এর সঙ্গে সংশ্লিষ্ট চারটি ট্রাক জব্দ করা হয়েছে।
ভারতের এক সুগন্ধি ব্যবসায়ীর বাড়িতে মিলল নগদ দেড় শ কোটি রুপি। অবশ্য কর কর্তৃপক্ষ এখনো সব টাকা গুনে শেষ করতে পারেনি। সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের (সিবিআইসি) চেয়ারম্যান বিবেক জোহরি বলছেন, সংস্থার ইতিহাসে সর্ববৃহৎ অবৈধ অর্থ উদ্ধারের ঘটনা এটি।
আজ শুক্রবার সংবাদ সংস্থা এএনআই বিবেক জোহরির বরাত দিয়ে জানিয়েছে, উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে সুগন্ধি ব্যবসায়ী পীযূষ জৈনের মালিকানাধীন ভবন থেকে ১৫০ কোটি রুপি উদ্ধার করা হয়েছে।
অভিযানের ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, দুটি বড় ওয়ারড্রোব নগদ টাকায় ঠাসা। বান্ডিলগুলো কাগজ দিয়ে মোড়ানো এবং হলুদ টেপ দিয়ে সুরক্ষিত। ছবিতে দেখা যাচ্ছে, সিবিআইসি, আইটি বিভাগ ও গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) ইন্টেলিজেন্স ইউনিটের কর্মকর্তারা একটি কক্ষের মাঝখানে বিছানো চাদরে বসে আছেন, চারপাশে নগদ টাকা। নোট গণনার তিনটি মেশিনও দেখা যাচ্ছে।
গত বৃহস্পতিবার থেকে উত্তর প্রদেশ, গুজরাট ও মুম্বাইয়ের একাধিক ভবনে অভিযান শুরু হয়েছে। উত্তর প্রদেশের কানপুরে মেসার্স ত্রিমূর্তি ফ্র্যাগ্রেন্সের মালিকানাধীন একটি কারখানা থেকে এই অভিযানের শুরু। এই কারখানায় শিখর ব্র্যান্ডের পান-মসলা এবং অন্যান্য সুগন্ধি তামাকজাত পণ্য উৎপাদন করা হয়।
কানপুরেও একটি পরিবহন সংস্থার মালিকানাধীন অফিস ও গুদামে অভিযান চালানো হয়। এর পরেই অভিযান চালানো হয় পীযূষ জৈনের ভবনে।
জিএসটি বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেসার্স ওডোকেম ইন্ডাস্ট্রিজের অংশীদারদের আবাসিক এলাকা...যারা সুগন্ধির কাঁচামাল সরবরাহ করত...সেসব স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
জিএসটি কর্মকর্তারা জানিয়েছেন, এই টাকাগুলো একটি পণ্য পরিবহন সংস্থার জাল চালান এবং ই-ওয়ে বিল ছাড়া পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট। ভুয়া প্রতিষ্ঠানের নামে এসব জাল চালান তৈরি করা হয়েছিল। এর সঙ্গে সংশ্লিষ্ট চারটি ট্রাক জব্দ করা হয়েছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫