Ajker Patrika

আরামবাগের ১০ কোটির টাকার মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৯: ৫৯
আরামবাগের ১০ কোটির টাকার মামলা

২০১৯ সালের ক্যাসিনো কাণ্ডের পর ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ছিল আরামবাগ ক্রীড়া সংঘের। আর্থিক সংকটে ধুঁকতে থাকা ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন এম স্পোর্টসের স্বত্বাধিকারী মিনহাজুল ইসলাম মিনহাজ। সংকট থেকে উত্তরণ না করে মিনহাজ আরামবাগকে জড়িয়েছেন অনলাইন বেটিং-স্পট ফিক্সিংয়ের মতো কেলেঙ্কারিতে। কেলেঙ্কারির অন্যতম কারিগরের নামে তাই ১০ কোটি টাকার মামলা ঠুকেছে আরামবাগ। 

গতকাল সিএমএম কোর্টে ক্লাবের সাবেক সভাপতি মিনহাজের নামে মানহানি ও প্রতারণার অভিযোগে ১০ কোটি টাকার মামলা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ‘আমি গতকাল সোমবার আদালতে মামলা করেছি, আজ মামলার নম্বর হাতে পেয়েছি। যারা আমাদের ক্লাবের ঐতিহ্য ও সম্মান নষ্ট করেছে তাদের আমরা বিচার চাই, যে কারণেই মামলা করেছি।’ 

ফিক্সিংয়ের দায়ে গত ২৯ আগস্ট মিনহাজকে আজীবন নিষিদ্ধ করে বাফুফে। তাঁর সঙ্গে সাবেক ম্যানেজার গওহর জাহাঙ্গীর, ভারতীয় ফিটনেস ট্রেইনার মাইদুল ইসলাম শেখ ও সহকারী ম্যানেজার আরিফ হোসেন। ভারতীয় ফিটনেস ট্রেনার সঞ্জয় বোস, ভারতীয় এজেন্ট আজিজুল হক নিষিদ্ধ করা হয় ১০ বছরের জন্য। ক্লাবের সাবেক গোলরক্ষক আপেল মাহমুদ নিষেধাজ্ঞা পেয়েছেন পাঁচ বছরের জন্য। বিভিন্ন মেয়াদের নিষেধাজ্ঞা পান ক্লাবের ১৩ ফুটবলার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত