Ajker Patrika

ভারতে নির্যাতনের শিকার সেই তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মে ২০২২, ১৬: ৫৩
ভারতে নির্যাতনের শিকার সেই তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

প্রতিবেশী দেশ ভারতের বেঙ্গালুরুতে গত বছর আলোচিত ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী তরুণীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের কর্মকর্তারা। এর আগে আজ রোববার বেলা ১টার দিকে ওই তরুণীকে তেজগাঁও ডিসি কার্যালয়ে আনা হয়।

আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিসি কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘গতকাল (শনিবার) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে ভুক্তভোগীকে আমাদের কাছে হস্তান্তর করে ভারত। এরপর তাঁকে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। এখন তাঁকে ভাইরাল হওয়া যৌন নির্যাতনের ভিডিও ও টিকটক হৃদয় চক্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

ভুক্তভোগী তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে কি না, জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে যে তরুণী আছে সে একজন ভুক্তভোগী। আসামি নয়। সে যদি আসামি হতো তাহলে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা ও আদালতে হাজির করার জন্য ২৪ ঘণ্টার একটি বাধ্যবাধকতা ছিল। যেহেতু সে ভুক্তভোগী তাই আমরা তাঁর সঙ্গে কথা বলব। মামলাসংক্রান্ত জিজ্ঞাসাবাদ শেষে স্বাস্থ্য পরীক্ষা করা হবে।’

এদিকে টিকটক হৃদয়ের নেতৃত্বে গড়ে ওঠা মানব পাচার চক্রের ২০ সদস্যকে গ্রেপ্তার করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যরা। অন্যদিকে তরুণীকে পাচার ও দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকায় ৭ বাংলাদেশিসহ মোট ১০ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত। এর মধ্যে সাতজনকে যাবজ্জীবন, একজনকে ২০ বছর ও একজনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সবুজ, হৃদয় বাবু, রাফসান মণ্ডল, রকিবুল ইসলাম সাগর, মোহাম্মদ বাবু, ডালিম ও আজিম। তানিয়া নামে মামলার আরেক আসামিকে দেওয়া হয়েছে ২০ বছরের কারাদণ্ড। এ ছাড়া আরেক আসামি জামালকে দেওয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড এবং অপর দুই আসামি নুসরাত ও কাজলকে ৯ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত