Ajker Patrika

অল্প দামে মোবাইল বিক্রির বিজ্ঞাপন, কৌশলে হাতিয়ে নিত টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুন ২০২২, ২০: ৩৫
অল্প দামে মোবাইল বিক্রির বিজ্ঞাপন, কৌশলে হাতিয়ে নিত টাকা

ফেসবুকে কম দামে মোবাইল ফোন বিক্রির বিজ্ঞাপন দিয়ে অভিনব কায়দায় কৌশলে টাকা হাতিয়ে নিয়ে আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার মীর হাজিরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আসাদুল ইসলাম। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

সূত্রাপুর থানায় একটি মামলার তদন্ত করতে গিয়ে এই প্রতারককে গ্রেপ্তার করা হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নাজমুল হক।

এডিসি নাজমুল হক জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আইডি থেকে মোবাইল ফোন বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনটি দেখে বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করেন মামলার বাদী সাজিদ। এ সময় কৌশলে বিজ্ঞাপন দেওয়া ব্যক্তি তাঁকে মোবাইল ফোন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর আশ্বাস দিয়ে ১৭ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেন। এরপর ভুক্তভোগীকে একটি কুরিয়ারে বুকিং রসিদ পাঠান। এই বুকিং রসিদ নিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বাংলাবাজার শাখায় নিয়ে দেখালে কুরিয়ারের কর্মীরা রসিদটি ভুয়া বলে জানান। এরপর প্রতারক আসাদুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সূত্রাপুর থানায় মামলা করেন সাজিদ।

আসাদুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে নাজমুল হক আরও জানান, আসাদুল একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। প্রতারক চক্রটি প্রথমে অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড সংগ্রহ করে। পরে সেই সিম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন সাইটে ভুয়া আইডি খুলে আকর্ষণীয় মূল্যে মোবাইল ফোন বিক্রির বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দেখে কেউ মোবাইল ফোন কিনতে যোগাযোগ করলে কিছু টাকা অগ্রিম নিয়ে কুরিয়ারের মাধ্যমে বুকিং দিয়ে পাঠানোর আশ্বাস দেয়। পরে বুকিং না দিয়েও নকল রসিদ পাঠায়। পরে ক্রেতা কুরিয়ার সার্ভিসের রসিদ দেখে নিশ্চিত হয়ে সম্পূর্ণ টাকা পাঠিয়ে দেয়। তবে গ্রাহক কুরিয়ারে তাঁর মোবাইল ফোন বুঝে নেওয়ার জন্য গেলে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এভাবেই চক্রটি দীর্ঘদিন প্রতারণা করে আসছিল।

অনলাইন থেকে কেনাকাটা করার সময়ে আরও সাবধান হওয়ার পরামর্শ দিয়ে এই কর্মকর্তা বলেন, অনলাইনে যাঁরা কেনাকাটা করেন তাঁদের জন্য ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরামর্শ হলো যেকোনো পণ্য কিনলে সেটি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে গ্রহণ করতে হবে। অস্বাভাবিক কম মূল্যের বিজ্ঞাপন এড়িয়ে চলতে হবে। পাশাপাশি কম মূল্যে পণ্য দেওয়ার নামে অগ্রিম মূল্য পরিশোধ থেকে বিরত থাকতে হবে।

গ্রেপ্তার প্রতারকের বিরুদ্ধে সূত্রাপুর থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত