Ajker Patrika

অপহরণের ১৫ দিন পর কিশোরী উদ্ধার

প্রতিনিধি
অপহরণের ১৫ দিন পর কিশোরী উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল): অপহরণের ১৫ দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইলের মধুপুরের পীরগাছা এলাকা থেকে গত ৩১ মার্চ এক কিশোরীকে অপহরণ করা হয়। টানা ১৫ দিন চেষ্টার পর গতকাল শুক্রবার রাতে তাকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় অপহরণকারীকেও।

মধুপুর থানার একটি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল মান্নান। থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাইয়ের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাতে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। পরে আজ শনিবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের তথ্যমতে, মধুপুর থানা পুলিশ শুরু থেকেই অপহৃত কিশোরীকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু সুবকচনা গ্রামের হাতেম আলীর ছেলে আবদুল মান্নান (২১) ওই কিশোরীকে অপহরণের পর থেকেই বারবার স্থান পরিবর্তন করছিলেন। অপহরণে সহযোগিতাকারী ফরহাদ গ্রেপ্তার হওয়ার পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীপুর, বাঁশচরা ও জামালপুরে পৃথক অভিযান চালানো হয়। শেষে গতকাল শুক্রবার রাতে অভিযান চালানো হয় মধুপুর ও জামালপুর সদর উপজেলার সীমান্তবর্তী উপজেলার ফুলবাগচালা এলাকায়। এই অভিযানে পুলিশ মান্নানকে গ্রেপ্তার করে এবং অপহৃত কিশোরীকেও উদ্ধার করে।

মধুপুর থানার এসআই আবদুল হাই বলেন, আবদুল মান্নানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ মধুপুরের পীরগাছা থেকে এক কিশোরীকে অপহরণ করা হয়। পর দিন ১ এপ্রিল কিশোরীর বাবা থানায় অভিযোগ করেন। ৪ এপ্রিল অভিযোগটিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে কিশোরীকে উদ্ধারে অভিযান চালায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত