Ajker Patrika

সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূর মৃত্যু, স্বামীসহ গ্রেপ্তার ৪

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২২, ২২: ০৩
সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূর মৃত্যু, স্বামীসহ গ্রেপ্তার ৪

কিশোরগঞ্জের নিকলীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে এক গৃহবধূ (১৯) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়।

এর আগে গত সোমবার দিবাগত রাতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ বুধবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে স্বামী লাল চান মিয়াসহ (৩১) চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অন্য তিনজন হলেন রন্টু চৌকিদার (৪০), নাসিরুদ্দীন (৩৮) ও শরীফ মিয়া (৩২)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৯ মাস আগে লাল চান মিয়ার সঙ্গে বিয়ে হয় পিতৃহীন ওই গৃহবধূর। বিয়ের পর থেকে লাল চান মিয়া তাঁর স্ত্রীকে দিয়ে পতিতাবৃত্তি করানোর চেষ্টায় লিপ্ত হন। কিন্তু নানা কৌশলে গৃহবধূ নিজেকে রক্ষা করে আসছিলেন। এ পরিস্থিতিতে সোমবার (২৭ জুন) রাত ৮টার দিকে গৃহবধূ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা হন। পথে শাহপুর রাস্তার মোড় থেকে তাঁকে তুলে পার্শ্ববর্তী জমিতে নিয়ে রাতভর ধর্ষণ করে ছয়-সাতজন। পরে গতকাল সকালে ওই গৃহবধূকে তারা রাস্তায় ফেলে যায়। স্থানীয় লোকজন গৃহবধূকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত ২টার দিকে গৃহবধূর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত গৃহবধূর মামা বাদী হয়ে স্বামী লাল চান মিয়াসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে আজ বুধবার নিকলী থানায় মামলা করেছেন।

এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, ‘গৃহবধূ মারা যাওয়ার আগে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে সংঘবদ্ধ ঘটনায় জড়িত পাঁচজনের নাম জানিয়েছেন। তাদের মধ্যে রনি মিয়া ছাড়া বাকি চারজনকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। রনি মিয়াসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত