Ajker Patrika

রাজধানীর আগারগাঁওয়ে ছুরিকাঘাতে বাড়ির নিরাপত্তাকর্মী খুন

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২৩, ১০: ২৬
রাজধানীর আগারগাঁওয়ে ছুরিকাঘাতে বাড়ির নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর আগারগাঁওয়ে ছুরিকাঘাতে আজিম ইসলাম (৫৫) নামে এক নিরাপত্তাকর্মী খুন হয়েছে। তাঁর বুকে ৫টি যখমের চিহ্ন পাওয়া গেছে।

রোববার রাত ৩টার দিকে আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের পাশে ৫৯ নং মিয়া টাওয়ারে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আজিম টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। বর্তমানে পশ্চিম আগারগাঁওয়ের ওই বাড়ির নিরাপত্তাকর্মী ছিলেন তিনি। তাঁর স্ত্রী ও এক মেয়ে গ্রামের বাড়িতে থাকেন।

বাড়ির মালিক ইমাম হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে তিনি খবর পেয়ে নিচতলায় সিকিউরিটি গার্ডেন রুমের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন আজিমকে। সঙ্গে সঙ্গে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইমাম হোসেন আরও জানান, ওই বাড়ির দ্বিতীয়তলায় একটি অফিসের পিয়ন সাগর (১৮) তাঁকে ছুরিকাঘাত করেছেন বলে জানতে পেরেছেন। ঘটনার সময় হাতে আঘাত পান সাগর। চিকিৎসার জন্য পরবর্তী সময়ে একাই ঢাকা মেডিকেলে আসেন। সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে আটক করে বলে জানান তিনি। 

এদিকে নিহত আজিমের ছোট ভাই আজিজ মিয়া জানান, ছুরিকাঘাতে আজিম মারা গেছে এমন খবর শুনে তিনি মিরপুর থেকে ঢাকা মেডিকেলে পৌঁছান। সেখানে বড় ভাইয়ের মরদেহ দেখতে পান। কী কারণে কে তাঁকে খুন করেছে সে বিষয়ে কিছু জানেন না তিনি। 

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান জানান, মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। ঘটনার বিস্তারিত জানার জন্য তাদের একাধিক টিম কাজ করছে। তবে অভিযুক্ত সাগরকে আটকের বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত