Ajker Patrika

মুফতি হান্নানের ভাই মুন্সি ইকবাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুফতি হান্নানের ভাই মুন্সি ইকবাল গ্রেপ্তার

আলোচিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজিবি) প্রধান মুফতি হান্নানের ভাই মুন্সি ইকবাল আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি আরেক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অন্যতম সংগঠক।

আজ শনিবার দুপুরে র‍্যাব-৪-এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম এ তথ্য জানান। 

গত বৃহস্পতিবার রাতে সাভার থানাধীন রাজাসন এলাকায় একটি বাসায় সংগঠনের পাঁচ থেকে ছয়জন সদস্যকে নিয়ে অভ্যন্তরীণ বিষয় নিয়ে বৈঠক করছিলেন মুন্সি ইকবাল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব। তার কাছ থেকে মোবাইল ফোন, বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। 

এএসপি মাজহারুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে মুন্সি ইকবাল নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের নেতা ছিলেন। ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালালের মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এ ঘটনার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধির কারণে আনসার আল ইসলামের সঙ্গে কাজ শুরু করেন মুন্সি ইকবাল। বর্তমানে তিনি আনসার আল ইসলামের অন্যতম সংগঠক বলে স্বীকার করেছেন। 

মাজহারুল ইসলাম বলেন, ‘মুন্সি ইকবাল বেশ কয়েক বছর ধরে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য দেশে এবং দেশের বাইরে (আফগানিস্তান) পলাতক থেকে প্রশিক্ষণসহ নতুন নতুন কৌশল রপ্ত করেছেন।’

মুন্সি ইকবাল আহমেদ গোপালগঞ্জ জেলার স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করেন। পরে ঢাকার সাভার এলাকায় বসবাস শুরু করেন। হান্নান পরিবারের ১০ ভাই-বোনের মধ্যে মুন্সি ইকবাল তৃতীয়। 

হুজিবির প্রধান মুফতি হান্নান ২০০৪ সালের তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলার প্রধান আসামি ছিলেন। ওই মামলায় হান্নানের ফাঁসি কার্যকর হয়েছে। তাঁর আরও দুই ভাই মৃত্যুদণ্ডের আদেশ পেয়েছেন।

মুন্সি ইকবালের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সন্ত্রাস ও নাশকতা সংশ্লিষ্ট চারটি মামলা রয়েছে। সাভার থানায় একটি সন্ত্রাস ও নাশকতা আইনে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত