Ajker Patrika

ঈদের শপিং করে বাড়ি ফেরার পথে গৃহবধূ খুন, স্বামী হাসপাতালে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৪: ৫১
ঈদের শপিং করে বাড়ি ফেরার পথে গৃহবধূ খুন, স্বামী হাসপাতালে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর সঙ্গে ঈদের শপিং থেকে ফেরার পথে মৌসুমী আক্তার (২৪) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার জামপুর শিংলাব এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বামী রাসেলের দাবি, ডাকাতের আক্রমণে নিহত হয়েছেন মৌসুমি। এ ঘটনায় তিনি নিজেও আহত হয়েছেন। রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

মৌসুমী রূপগঞ্জের গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার করিম হায়দারের মেয়ে। অন্যদিকে আহত স্বামী রাসেল একই এলাকার বাসিন্দা। তবে হত্যাকাণ্ডের ঘটনাটি সোনারগাঁ এলাকায় হওয়ায় বিষয়টি রহস্যজনক ও পরিকল্পিত মনে করছে পুলিশ।

রাসেলের বরাত দিয়ে পুলিশ জানায়, ৯ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের সংসারে ছয় বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বুধবার রাত ৮টায় ঈদের শপিং করতে গোলাকান্দাইল থেকে ভুলতার গাউছিয়া মার্কেটে যান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় ফেরার পথে ডাকাতের কবলে পড়েন তাঁরা। ডাকাতেরা তাঁর স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন এবং তাঁকে মারধর করেন। বিষয়টি মৌসুমীর পরিবারকে জানালে ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে।

তবে হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে মনে করছে রূপগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানায়, গাউছিয়া থেকে গোলাকান্দাইল দক্ষিণপাড়া মাত্র দুই কিলোমিটার। এখানে সাধারণত ইজিবাইক বা রিকশার মাধ্যমে এলাকাবাসী যাতায়াত করেন। সেখানে অটোরিকশায় যাওয়ার কথা না। তা ছাড়া ঘটনাস্থলের রাস্তা তাঁদের বাড়ির পথ নয়। এসব কারণে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। তবে হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।

পুলিশ আরও জানায়, নিহতের পরিবার জানিয়েছে, রাসেল ব্যবসার জন্য মৌসুমীকে তাঁর বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলতেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। গত ছয় মাস ধরে তাঁদের সম্পর্ক ভালো ছিল না। মৌসুমীকে টাকার জন্য বেশ কয়েকবার মারধর করারও খবর পাওয়া গেছে।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি রূপগঞ্জ ও সোনারগাঁ পুলিশ যৌথভাবে তদন্ত করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত