Ajker Patrika

দক্ষিণখানে ‘বাড়িওয়ালীর দুর্ব্যবহারে’ নারীর আত্মহত্যার অভিযোগ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১২: ৪৩
দক্ষিণখানে ‘বাড়িওয়ালীর দুর্ব্যবহারে’ নারীর আত্মহত্যার অভিযোগ 

রাজধানীর দক্ষিণখানে  বিউটি বেগম (২৪) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণখানের কোটবাড়ীর দক্ষিণ গোয়ালটেকের বালুর মাঠ বস্তিতে গতকাল সোমবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বিকেল ৫টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই বস্তির বাসিন্দারা জানিয়েছেন, ভাড়ার টাকার জন্য বাড়িওয়ালী হেলেনার অত্যাচার সহ্য করতে না পেরে বিউটি বেগম আত্মহত্যা করেছেন। বস্তিবাসীর এই অভিযোগের বিষয়ে জানতে হেলেনার মোবাইল নম্বরে কল দিলে মর্জিনা নামে এক নারী রিসিভ করেন। তিনি হেলেনা উপস্থিত নেই বলে ফোন কেটে দেন।  

নিহত বিউটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার শিবগঞ্জ গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। বালুর মাঠ বস্তিতে মা ও তাঁর তিন সন্তানের সঙ্গে থাকতেন বিউটি।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে স্থানীয় বাসিন্দারা হেলেনার দুর্ব্যবহারের কথা তুলে ধরেন পুলিশের কাছে। তাঁরা বিউটি বেগমের আত্মহত্যার জন্য হেলেনার শাস্তি দাবি করেন।

এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র কর্মকার বলেন, ‘খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় বিউটি নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাড়িওয়ালীর খারাপ ব্যবহার সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।’

নিহতের স্বামী আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বালুর মাঠের হেলেনার বস্তিতে দীর্ঘ ৯ বছর ধরে থাকি। করোনাকালে বাড়িভাড়ার ৪০ হাজার টাকা বাকি পড়ে। টাকা পরিশোধের জন্য আমি ব্যবসা বাদ দিয়ে চাকরি শুরু করি। আমার স্ত্রীও পলওয়েল মার্কেটে কাজ করতেন। পরে আমরা ভাড়ার টাকা পরিশোধ করা শুরু করি।’

তিনি আরও বলেন, ‘আজ আমি কাজে উত্তরার আজমপুরে ছিলাম। তখন বাড়ির লোকজন গিয়ে আমাকে দ্রুত বাসায় আসতে বলেন। বাড়িতে এসে দেখি, বাড়িভরা লোকজন। তাঁরা আমাকে জানান, রুমের মধ্যে নাকি ফ্যান ছাড়া ছিল, তার জন্য বাড়িওয়ালী বাজে ব্যবহার করেছেন। বাড়িওয়ালীর ব্যবহার সহ্য করতে না পেরে আমার স্ত্রী বিউটি আত্মহত্যা করেছে। অথচ রুমে ফ্যানের তার কাটা। ফ্যান চলত না। অন্য কারও কথা শুনে বাড়িওয়ালী হেলেনা এমন ব্যবহার করেছেন।’

ওই বাড়ির ইলেকট্রিক মিস্ত্রি ও সিটি করপোরেশনের ক্লিনার মো. রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই বস্তির বেশির ভাগ ইলেকট্রিকের কাজ আমি করি। এক মাস আগে ওই রুমে ফ্যান লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু ভাড়ার টাকা বাকি থাকায় পরে একটি তার খুলে রাখা হয়েছিল।’

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিমের স্বামী অভিযোগ দিচ্ছেন। অভিযোগের ওপর নির্ভর করে মামলা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত