Ajker Patrika

মুক্তিযোদ্ধা হত্যা মামলায় কাশিমপুর কারাগারে একজনের ফাঁসি কার্যকর

গাজীপুর প্রতিনিধি
মুক্তিযোদ্ধা হত্যা মামলায় কাশিমপুর কারাগারে একজনের ফাঁসি কার্যকর

নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। গতকাল বুধবার (৩০ নভেম্বর) রাত ১১টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয় বলে জানায় কারা কর্তৃপক্ষ। 

দণ্ডিত আসামির নাম কামাল ওরফে এক্সেল কামাল (৪৭)। তিনি মাদারীপুরের শিবচর থানার বাহাদুরপুর এলাকার আ. বারেক হাওলাদারের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কোতয়ালেরবাগ এলাকায়। তিনি নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন মেম্বার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন। 

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘২০০৪ সালে নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন মেম্বার হত্যা মামলায় ২০০৬ সালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত কামালকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। পরে তিনি হাইকোর্ট আপিল করলে আদালত মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে তিনি ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে তিনি উক্ত রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ পিটিশন দায়ের করেন। রিভিউ পিটিশনও ২২ সালের ২৮ এপ্রিল তারিখে খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন।’ 

জেল সুপার বলেন, ‘কামাল প্রাণভিক্ষার চেয়ে আসামি রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। রাষ্ট্রপতি গত ১ নভেম্বর তার আবেদন নামঞ্জুর করেন। পরে বুধবার (৩০ নভেম্বর) রাত ১১টা ১ মিনিটে কারাবিধি অনুযায়ী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী আসামি কামাল ওরফে এক্সেল কামালের ফাঁসি কার্যকর করা হয়।’ 

কার্যকর করার সময় গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, গাজীপুর জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, জিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রেদওয়ান আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কারাবিধি অনুযায়ী মরদেহ স্বজনদের নিকট হস্তান্তরর করা হয়েছে বলে জানা জেল সুপার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত