নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পাঁচদোনায় একটি ফলের আড়তে হামলা চালিয়ে পাঁচজনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহার অমিত প্রান্তসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কাজী নাহিদুল ইসলাম।
এর আগে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পাঁচদোনার একটি ফলের আড়তে হামলা চালিয়ে নিরাপত্তাবেষ্টনী ভেঙে পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার ঘটনা ঘটে।
আহতেরা হলেন—আড়তের কর্মী নোবেল মাহমুদ (২৬), হৃদয় মিয়া (২২), আনিসুর রহমান (৩৫), ইয়াছিন মিয়া (২৫) ও ফেরদৌস মিয়া (২০)।
বাদীপক্ষের আইনজীবী কাজী নাহিদুল ইসলাম জানান, পাঁচদোনা এলাকার ‘আল্লাহর দান’ নামের একটি ফলের আড়তে স্থানীয় চেয়ারম্যানের নির্দেশে তাঁর কর্মী-সমর্থক হামলা করেন। এ সময় তাঁদের বাধা দেওয়ায় আড়তটির পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। আহত ব্যক্তিরা চিকিৎসা শেষে মাধবদী থানায় মামলা করতে গেলেও চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ। পরে আহত মালিকের বাবা হাদীউর রহমান আদালতে মামলা করেন।
মামলার আসামিরা হলেন—ইউপি চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত (২৭), তাঁর কর্মী মেহেদী হাসান (৩০), আশরাফ মিয়া (২৮), রবিন মিয়া (৩০), সাজন মিয়া (২৫), মো. হুমায়ুন (২৮), রাজন মিয়া (৩০), সাদ্দাম হোসেন (২৫), ছাদু মিয়া (২২), ফয়সাল মিয়া (২৮), হুমায়ুন মিয়া (৩০) ও মো. মামুন (২৬)। মামলায় অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আমলি আদালত ওই অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত আসামিদের গ্রেপ্তারের জন্য মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলার বিষয়ে ইউপি চেয়ারম্যান আজহার অমিত প্রান্তের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি।
তবে এর আগে ইউপি চেয়ারম্যান বলেছিলেন, ‘স্থানীয়দের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় ওই ফলের আড়তের দেয়াল ভেঙে দেওয়া হয়েছে। এ সময় বাধা দিতে এসে কয়েকজন আহত হয়েছেন। পেশিশক্তি ব্যবহারের মাধ্যমে একটি পক্ষ ফলের আড়তটি নির্মাণ করেছিল। তাই আমার লোকজন সেখানে গিয়ে ওই দেয়াল ভেঙে দিয়েছে।’
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘এ ঘটনায় আদালতে মামলা হওয়ার বিষয়টি এইমাত্র শুনলাম। এ বিষয়ে আদালতের কোনো নির্দেশ এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি। আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পর যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করা হবে।’
নরসিংদীর পাঁচদোনায় একটি ফলের আড়তে হামলা চালিয়ে পাঁচজনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহার অমিত প্রান্তসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কাজী নাহিদুল ইসলাম।
এর আগে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পাঁচদোনার একটি ফলের আড়তে হামলা চালিয়ে নিরাপত্তাবেষ্টনী ভেঙে পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার ঘটনা ঘটে।
আহতেরা হলেন—আড়তের কর্মী নোবেল মাহমুদ (২৬), হৃদয় মিয়া (২২), আনিসুর রহমান (৩৫), ইয়াছিন মিয়া (২৫) ও ফেরদৌস মিয়া (২০)।
বাদীপক্ষের আইনজীবী কাজী নাহিদুল ইসলাম জানান, পাঁচদোনা এলাকার ‘আল্লাহর দান’ নামের একটি ফলের আড়তে স্থানীয় চেয়ারম্যানের নির্দেশে তাঁর কর্মী-সমর্থক হামলা করেন। এ সময় তাঁদের বাধা দেওয়ায় আড়তটির পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। আহত ব্যক্তিরা চিকিৎসা শেষে মাধবদী থানায় মামলা করতে গেলেও চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ। পরে আহত মালিকের বাবা হাদীউর রহমান আদালতে মামলা করেন।
মামলার আসামিরা হলেন—ইউপি চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত (২৭), তাঁর কর্মী মেহেদী হাসান (৩০), আশরাফ মিয়া (২৮), রবিন মিয়া (৩০), সাজন মিয়া (২৫), মো. হুমায়ুন (২৮), রাজন মিয়া (৩০), সাদ্দাম হোসেন (২৫), ছাদু মিয়া (২২), ফয়সাল মিয়া (২৮), হুমায়ুন মিয়া (৩০) ও মো. মামুন (২৬)। মামলায় অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আমলি আদালত ওই অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত আসামিদের গ্রেপ্তারের জন্য মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলার বিষয়ে ইউপি চেয়ারম্যান আজহার অমিত প্রান্তের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি।
তবে এর আগে ইউপি চেয়ারম্যান বলেছিলেন, ‘স্থানীয়দের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় ওই ফলের আড়তের দেয়াল ভেঙে দেওয়া হয়েছে। এ সময় বাধা দিতে এসে কয়েকজন আহত হয়েছেন। পেশিশক্তি ব্যবহারের মাধ্যমে একটি পক্ষ ফলের আড়তটি নির্মাণ করেছিল। তাই আমার লোকজন সেখানে গিয়ে ওই দেয়াল ভেঙে দিয়েছে।’
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘এ ঘটনায় আদালতে মামলা হওয়ার বিষয়টি এইমাত্র শুনলাম। এ বিষয়ে আদালতের কোনো নির্দেশ এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি। আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পর যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করা হবে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
২৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫