Ajker Patrika

স্থপতি ইমতিয়াজ হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ড

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৯: ০৭
স্থপতি ইমতিয়াজ হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ড

স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া (৪৭) খুনের ঘটনায় আলামিন ওরফে আলিফ (২০) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করেছে মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যকর ইমতিয়াজ হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তার করল পুলিশ।

আজ শনিবার দুপুরে মুন্সিগঞ্জ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস তাঁকে চার দিনের বিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে ১০ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে হাজির করে পুলিশ। আলিফ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার খানপুর (চোকখানপুর) গ্রামের মো. কাশেমের ছেলে।

এ মামলার গ্রেপ্তারকৃত অপর চার আসামি হলেন আসিফ, আনোয়ার ওরফে এহসান মেঘ, মুন্না ও আরাফাতকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাঁরা সবাই খুনের দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। 

এসব তথ্য নিশ্চিত করে মুন্সিগঞ্জের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ইমতিয়াজ হত্যা মামলার পলাতক আসামি আলামিন ওরফে আলিফকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাঁকে আদালতে পাঠানো হলে, আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সব আসামিকে গ্রেপ্তার করা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত