Ajker Patrika

নরসিংদীতে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৯: ২৮
নরসিংদীতে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার অভিযোগ

নরসিংদীতে রানা আকবর মোল্লা (৩৫) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের কাউরিয়াপাড়া এলাকায় পৌর ঈদগাহ মাঠে এ হত্যার ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর বলা যাবে। 
 
নিহত রানা আকবর মোল্লা কাউরিয়াপাড়া এলাকার মৃত আলী আকবর মোল্লার ছেলে। 

নিহতের স্বজনেরা জানান, রাতে পূজামণ্ডপ এলাকা ঘুরে বাড়ির পাশের পৌর ঈদগাহ মাঠে তুষার (২৫) নামে এক সহযোগীসহ বসে ছিলেন রানা। এ সময় সন্ত্রাসীদের ৮-১০ জনের একটি দল সেখানে গিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে ও কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহতাবস্থায় তুষারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্বজনদের অভিযোগ রাজনৈতিক বিরোধ ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করেছে। এর আগেও তাঁকে হত্যার চেষ্টা করা হয়। 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে এবং হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর বলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত