নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে রানা আকবর মোল্লা (৩৫) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের কাউরিয়াপাড়া এলাকায় পৌর ঈদগাহ মাঠে এ হত্যার ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর বলা যাবে।
নিহত রানা আকবর মোল্লা কাউরিয়াপাড়া এলাকার মৃত আলী আকবর মোল্লার ছেলে।
নিহতের স্বজনেরা জানান, রাতে পূজামণ্ডপ এলাকা ঘুরে বাড়ির পাশের পৌর ঈদগাহ মাঠে তুষার (২৫) নামে এক সহযোগীসহ বসে ছিলেন রানা। এ সময় সন্ত্রাসীদের ৮-১০ জনের একটি দল সেখানে গিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে ও কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহতাবস্থায় তুষারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বজনদের অভিযোগ রাজনৈতিক বিরোধ ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করেছে। এর আগেও তাঁকে হত্যার চেষ্টা করা হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে এবং হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর বলা যাবে।
নরসিংদীতে রানা আকবর মোল্লা (৩৫) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের কাউরিয়াপাড়া এলাকায় পৌর ঈদগাহ মাঠে এ হত্যার ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর বলা যাবে।
নিহত রানা আকবর মোল্লা কাউরিয়াপাড়া এলাকার মৃত আলী আকবর মোল্লার ছেলে।
নিহতের স্বজনেরা জানান, রাতে পূজামণ্ডপ এলাকা ঘুরে বাড়ির পাশের পৌর ঈদগাহ মাঠে তুষার (২৫) নামে এক সহযোগীসহ বসে ছিলেন রানা। এ সময় সন্ত্রাসীদের ৮-১০ জনের একটি দল সেখানে গিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে ও কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহতাবস্থায় তুষারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বজনদের অভিযোগ রাজনৈতিক বিরোধ ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করেছে। এর আগেও তাঁকে হত্যার চেষ্টা করা হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে এবং হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর বলা যাবে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫