Ajker Patrika

বাসায় কাজ নিয়ে চুরি করাই ৪ বোনের পেশা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১০: ৫২
বাসায় কাজ নিয়ে চুরি করাই ৪ বোনের পেশা

জেলায় জেলায় ঘুরে বাসায় চুরি করে একটি চক্র। এই চক্রের সদস্য চার বোনকে রাজধানীর উত্তরা থেকে হাতেনাতে আটক  করেছে পুলিশ। তাঁরা হলেন—আকলিমা খাতুন (২২), মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) ও পিয়ারা খাতুন (২৫)।

উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে চুরির চেষ্টাকালে আজ মঙ্গলবার সকালে তাঁদের আটক  করে উত্তরা পশ্চিম থানার পুলিশ। 

আটক চার বোন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তাঁদের মধ্যে মুন্নি আক্তার ও পিয়ারা খাতুন আপন দুই বোন। আকলিমা খাতুন ও তামান্না আক্তার তাঁদের চাচাতো ও ফুপাতো বোন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি বাসায় চুরির চেষ্টাকালে চার বোনকে হাতেনাতে আটক  করা হয়েছে। আটক হওয়া চারজন বিভিন্ন জেলায় ঘুরে বাসায় কাজের বাহানায় ঢোকেন। পরে তাঁরা সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যান। যেহেতু তাঁরা একেক সময় একেক জেলায় ঘুরে ঘুরে চুরি করতেন, তাই তাঁদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক বেগ পেতে হয়।’

ওসি মহসীন বলেন, ‘এর আগেও রাজধানীর মিরপুরে বাসাবাড়িতে চুরির অভিযোগে আটকের পর মামলা হয়। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’ 

এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত