Ajker Patrika

৪৯ মামলার আসামি কাঞ্চনের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৫৭
৪৯ মামলার আসামি কাঞ্চনের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট

৪৯ মামলার আসামি রাজধানীর শান্তিনগরের বাসিন্দা একরামুল আহসান কাঞ্চনের রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। এই মামলা আপিল বিভাগে স্থগিত হওয়ায় আজ মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।

রাজধানীর শান্তিবাগ এলাকার বাসিন্দা একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় নারী নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মানব পাচারসহ বিভিন্ন অভিযোগে ৪৯টি মামলা করা হয়। এসব মামলায় বেশ কিছুদিন কারাভোগ করেন তিনি। পরে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। একরামুল হক কাঞ্চনের দাবি, তাঁর বিরুদ্ধে করা সব মামলা ভুয়া। তাঁর করা রিট আবেদনের শুনানি নিয়ে মামলার বাদীদের খুঁজে বের করতে গত ১৪ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এদিকে বাদীরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশটি সংশ্লিষ্ট সব মামলার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেন। মঙ্গলবার হাইকোর্টে আপিল বিভাগের আদেশের কপি দাখিল করা হয়।

আপিল বিভাগের আদেশ দেখে হাইকোর্ট বলেন, যেহেতু আবেদনকারীর বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে, তাই এই মুহূর্তে এই রিটে অন্য কোনো আদেশ প্রদান করা সম্ভব নয়।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অপর পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম কে রহমান ও অ্যাডভোকেট শেখ ওমর শরীফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত