Ajker Patrika

দক্ষিণখানে যুবকের খণ্ডিত দেহের মাথার সন্ধান ও পরিচয় মিলেছে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
দক্ষিণখানে যুবকের খণ্ডিত দেহের মাথার সন্ধান ও পরিচয় মিলেছে

রাজধানীর দক্ষিণখানে উদ্ধার হওয়া খণ্ডিত দেহ উদ্ধারের পর তার মাথা খুঁজে পেয়েছে পুলিশ। সেই সঙ্গে প্রাথমিকভাবে তাঁর পরিচয়ও শনাক্ত করা হয়েছে। দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক মিঞা শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে দক্ষিণখানের আশিয়ান সিটি মাঠ থেকে বেলা সাড়ে ১১টার দিকে মাথা বিহীন দগ্ধ খণ্ডিত মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। 

তদন্ত কর্মকর্তা মো. আজিজুল হক মিঞা বলেন, ‘নিহত ওই যুবকটি খণ্ডিত মাথা বিহীন মরদেহ উদ্ধারের পর ওই মাঠেই খোঁজাখুঁজি করে তাঁর মাথার সন্ধান পাওয়া গেছে। সেই সঙ্গে তাঁর পরিবারের স্বজনেরা তাঁকে শনাক্ত করেছেন। নিহত ওই যুবকের নাম মো. মোস্তফা (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গিয়াস উদ্দিনের ছেলে।’ 

আজিজুল হক বলেন, ‘ওই যুবকের মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। তার পরনে সোয়েটার, প্যান্ট ও ফুল প্যান্ট ছিল। আমাদের ধারণা তাঁকে পাঁচ-সাত দিন আগে কাশবনের ভেতর ফেলে যাওয়া হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘হাতের ঘড়ি ও কাপড়চোপড় দেখে নিহতের মা-বাবা ও তাঁর স্ত্রী তাঁকে শনাক্ত করেছে। তবুও ভালোভাবে পরিচয় নিশ্চিতের জন্য যাচাইবাছাই করা হচ্ছে।’ 

উল্লেখ্য, শনিবার বেলা ১১টার দিকে দক্ষিণখানের আশিয়ান সিটির মাঠে একটি দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ আসে। মরদেহের কোমরের অংশ, দুই হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে পোড়া দাগ রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত