মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে বৃষ্টি আক্তার নামে এক কিশোরীকে হত্যার দায়ে আবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আসামি আবুল হোসেন হরিরামপুর উপজেলার সরফদি নগর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, একই গ্রামের বৃষ্টি আক্তারের বাবা রমজান আলীর সঙ্গে আবুল হোসেন দিনমজুরের কাজ করতেন। এই সুবাদে আবুল বৃষ্টিদের বাড়িতে আসা-যাওয়া করতেন। কয়েক দিন যাওয়া-আসা করার পর বৃষ্টিকে বিয়ের প্রস্তাব দেন আবুল। কিন্তু আবুলের বয়স বেশি হওয়ায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাঁদের বাড়িতে আসতে নিষেধ করেন। এতে আবুল ক্ষিপ্ত হয়ে তাঁদের হুমকি দিয়ে বলেন, আমাকে ছাড়া কীভাবে মেয়ের বিয়ে দেন তা দেখে নেব। এর পর থেকে অন্যত্র বৃষ্টিকে বিয়ে দেওয়ার জন্য তাঁর মা-বাবা চেষ্টা করতে থাকেন।
পরবর্তী সময়ে ২০১৭ সালের ৫ মে বৃষ্টির মা তাঁর বাবার বাড়িতে যান এবং বাবা কাজে বের হন। এ সময় বৃষ্টিকে বাড়িতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান আবুল। ঘটনার পরপরই বৃষ্টি দৌড়ে পাশের বাড়িতে গিয়ে মারা যায়। ওই দিন রাতেই বৃষ্টির মা আকলিমা বেগম বাদী হয়ে আবুলকে আসামি করে হরিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর দুই দিন পর আবুলকে হরিরামপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী কলে ২০১৮ সালের ১০ জুলাই হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) কোহিনুর মিয়া আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আবুল দোষী প্রমাণিত হওয়ায় বিচারিক আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম বলেন, ‘মামলার রায়ে আমরা সন্তুষ্ট।’
আসামিপক্ষের আইনজীবী মো. মতিয়ার রহমান ওরফে আঙ্গুর অসন্তোষ প্রকাশ করে বলেন, এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।
মানিকগঞ্জের হরিরামপুরে বৃষ্টি আক্তার নামে এক কিশোরীকে হত্যার দায়ে আবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আসামি আবুল হোসেন হরিরামপুর উপজেলার সরফদি নগর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, একই গ্রামের বৃষ্টি আক্তারের বাবা রমজান আলীর সঙ্গে আবুল হোসেন দিনমজুরের কাজ করতেন। এই সুবাদে আবুল বৃষ্টিদের বাড়িতে আসা-যাওয়া করতেন। কয়েক দিন যাওয়া-আসা করার পর বৃষ্টিকে বিয়ের প্রস্তাব দেন আবুল। কিন্তু আবুলের বয়স বেশি হওয়ায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাঁদের বাড়িতে আসতে নিষেধ করেন। এতে আবুল ক্ষিপ্ত হয়ে তাঁদের হুমকি দিয়ে বলেন, আমাকে ছাড়া কীভাবে মেয়ের বিয়ে দেন তা দেখে নেব। এর পর থেকে অন্যত্র বৃষ্টিকে বিয়ে দেওয়ার জন্য তাঁর মা-বাবা চেষ্টা করতে থাকেন।
পরবর্তী সময়ে ২০১৭ সালের ৫ মে বৃষ্টির মা তাঁর বাবার বাড়িতে যান এবং বাবা কাজে বের হন। এ সময় বৃষ্টিকে বাড়িতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান আবুল। ঘটনার পরপরই বৃষ্টি দৌড়ে পাশের বাড়িতে গিয়ে মারা যায়। ওই দিন রাতেই বৃষ্টির মা আকলিমা বেগম বাদী হয়ে আবুলকে আসামি করে হরিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর দুই দিন পর আবুলকে হরিরামপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী কলে ২০১৮ সালের ১০ জুলাই হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) কোহিনুর মিয়া আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আবুল দোষী প্রমাণিত হওয়ায় বিচারিক আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম বলেন, ‘মামলার রায়ে আমরা সন্তুষ্ট।’
আসামিপক্ষের আইনজীবী মো. মতিয়ার রহমান ওরফে আঙ্গুর অসন্তোষ প্রকাশ করে বলেন, এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৫ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৮ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৯ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫