Ajker Patrika

অবশেষে চুরি হওয়া শিশুকে উদ্ধার করেছে পুলিশ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৫: ১৫
অবশেষে চুরি হওয়া শিশুকে উদ্ধার করেছে পুলিশ

গাজীপুরের শ্রীপুর থেকে চুরি করে নিয়ে যাওয়া এক বছর বয়সী শিশু তাওফিকা আক্তারকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজারের একটি কাপড়ের দোকান থেকে শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর থানার পুলিশ। 

শিশু তাওফিকা আক্তার শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের মো. সজীবুর রহমানের মেয়ে। 

কাপড়ের দোকানের কর্মচারী রুবেল মিয়া বলেন, ‘এক নারী ও এক পুরুষ কিছু জামাকাপড় কেনার পর তাঁদের আরও কেনাকাটা রয়েছে বলে শিশুটিকে দোকানে রেখে যান। পরে অনেক সময় অতিবাহিত হলেও তাঁরা আর ফিরে আসেননি। এতে আমার সন্দেহ হলে থানার পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।’ 

শিশুটির বাবা সজীবুর রহমান বলেন, ‘আমি আমার মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেয়েছি, এতেই হাজার হাজার শুকরিয়া। ওরা আমার মেয়ের ক্ষতি করতে পারত। কিন্তু কিছুই করেনি। এ জন্য আমি তাদের বিরুদ্ধে মামলা করব না। বিচার আল্লাহর কাছে দিলাম।’ 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শিশুটিকে চুরি করার পরপরই থানার পুলিশের একাধিক টিম তাকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। বিষয়টি জানতে পেরে অভিযুক্ত মেহেরুন শিশুটিকে একটি কাপড়ের দোকানে রেখে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেয়। 

ওসি আরও বলেন, শিশুটিকে চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা রুজু করা হয়নি। 

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আব্দুল খালেকের বাড়ি থেকে ওই শিশুকে চুরি করে নিয়ে যান ভাড়াটিয়া মেহেরুন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত