Ajker Patrika

শ্রীপুরে তালাবদ্ধ ওষুধের দোকানে গৃহবধূর গলাকাটা লাশ

শ্রীপুরে তালাবদ্ধ ওষুধের দোকানে গৃহবধূর গলাকাটা লাশ

গাজীপুরের শ্রীপুরে স্বামীর ওষুধের দোকানের ভেতর থেকে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। মরদেহের পাশেই পড়ে ছিল একটি বটি। দোকানটি ওই গৃহবধূর স্বামীর বলে জানা গেছে। 

শুক্রবার (৭ জুন) রাত ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশের মোস্তফা কামাল মার্কেটের একটি ওষুধের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত গৃহবধূ রেহেনা আক্তার (২৭) যশোর জেলার মো. কিবরিয়ার স্ত্রী। তাঁর স্বামী কিবরিয়া (৪০)। তাঁর বাড়িও যশোর জেলায় বলে জানিয়েছে পুলিশ। 

মার্কেটের মালিক মোস্তফা কামাল বলেন, ‘আজ সারা দিন ফার্মেসি বন্ধ থাকায় অনেক মানুষ দোকান থেকে ওষুধ ও মোবাইল ফোনে রিচার্জ করতে এসে ফিরে যায়। এরপর পাশের মুদি দোকানি সোহেল আমাকে বিষয়টি জানায়। এরপর শাটারের নিচ দিয়ে দোকানের ভেতর দেখি, আলো জ্বালানো, একজন নারী পড়ে আছেন। সন্দেহ চলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তালা ভেঙে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে।’ 

মোস্তফা কামাল বলেন, ‘ওই গৃহবধূর স্বামী ফার্মেসির ভেতর থাকতেন। এখানেই রান্নাবান্না করে খেতেন। তিন দিন যাবৎ স্ত্রী এখানে আসেন। তাঁর বিষয়ে এর বেশি কিছু বলতে পারব না।’ 

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, খবর পেয়ে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি ধারালো বটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্বামী স্ত্রীকে হত্যার পর মরদেহ ফেলে পালিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত