Ajker Patrika

শরীরে শয়তান ভর করলে তিনি চুরি করেন, গ্রেপ্তারের পর বললেন আসামি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শরীরে শয়তান ভর করলে তিনি চুরি করেন, গ্রেপ্তারের পর বললেন আসামি

রাজধানীর বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া সেজে ঘুরে বেড়াতেন লিটন (২৭)। বিভিন্ন বাসা-বাড়ির মূল দরজায় টুলেট দেখে বাসা ভাড়া নেওয়ার ভান করে ভেতরে ঢুকতেন। এরপর সুযোগ বুঝে ভয়ংকর রূপ ধারণ করতেন। অস্ত্রের মুখে বাসার লোকজনকে জিম্মি করে হাতিয়ে নিতেন টাকা–পয়সা ও মূল্যবান স্বর্ণালংকার।

সম্প্রতি রাজধানীর মিরপুর এলাকায় একই কায়দায় একটি বাসায় ঢুকে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেন। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার লিটনকে গ্রেপ্তার করে মিরপুর থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। পুলিশের হাতে গ্রেপ্তার লিটনের দাবি, শরীরে শয়তান ভর করলে তিনি চুরি করেন।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘লিটন বাসা ভাড়ার নামে একটি ফ্ল্যাটে যান। এরপর ঘরে থাকা নারীকে জিম্মি করে লুট করেন। লিটন একজন ধূর্ত প্রতারক। তিনি একসময় সৌদি আরবে ছিলেন। কিন্তু সেখানে সুবিধা করতে না পারায় দেশে ফিরে আসেন। এরপর অভিনব প্রতারণা শুরু করেন। তিনি বাসা ভাড়ার নাম করে বিভিন্ন ফ্ল্যাটে যান। সাধারণত যেসব ফ্ল্যাটে পুরুষ থাকেন না, সেসব ফ্ল্যাটকেই টার্গেট করেন। এ বিষয়ে নিশ্চিত হতে তিনি প্রথমে বাসাটি কোনো পুরুষ সদস্যকে ঘুরে দেখাতে বলেন। এ সময় ঘরে কোনো পুরুষ সদস্য নেই বললে, সঙ্গে সঙ্গে নারীকে মারধর করেন এবং বেঁধে ফেলেন। এরপর নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে পালিয়ে যান।’

সম্প্রতি কয়েকটি চুরির বিষয়ে ওসি মহসীন বলেন, গত ৭ অক্টোবর মিরপুর মডেল থানার কলওয়ালাপাড়ায় একই কায়দায় বাসা ভাড়ার নামে একটি ফ্ল্যাটে যান লিটন। সেখানে থাকেন শিরিন মজুমদার (৬৫) নামে এক বৃদ্ধা ও তাঁর ছেলে। তাঁর ছেলে সে সময় বাইরে ছিলেন। এটি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেও ওড়না দিয়ে বৃদ্ধার হাত পা বেঁধে স্বর্ণের চেইন, আংটি, নগদ ২৫ হাজার টাকা এবং মোবাইল নিয়ে পালিয়ে যান লিটন। তাঁকে যেন শনাক্ত করা না যায় এই কারণে তিনি যে কাপড় ও ক্যাপ পরে ঢুকেছিলেন পরে সেগুলো পরিবর্তন করে ফেলেন।

এ ঘটনায় মামলা দায়েরের পর মিরপুর ১০ নম্বর এলাকা থেকে নগদ ২৫ হাজার টাকাসহ লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে চুরির স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গ্রেপ্তার লিটনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত