Ajker Patrika

ডাক্তার-নার্স বেশে চুরি, গ্রেপ্তার ৬ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৯: ৫৯
ডাক্তার-নার্স বেশে চুরি, গ্রেপ্তার ৬ 

শরীরে ডাক্তারি পোশাক, মুখে মাস্ক, গলায় আইডি কার্ড। ডাক্তার ও নার্স বেশে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে চুরিতে জড়িত একটি চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা-পুলিশ। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আফসানা আক্তার এশা ওরফে মিম (২২), তন্ময় বিশ্বাস (৩০), স্বপন শেখ (৪৫), মো. নুরুল ইসলাম (২৭), কলিম উদ্দিন কালু ওরফে কলিউল্লাহ (৪০) ও মো. মোখলেছুর রহমান (৫১)। 

এ সময় তাঁদের কাছ থেকে ছয়টি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও দুটি ব্যাগ জব্দ করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সেন্টারে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ সাংবাদিকদের এ তথ্য জানান। 

গ্রেপ্তারদের কাছ থেকে ছয়টি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও দুটি ব্যাগ জব্দ করা হয়আ. আহাদ বলেন, ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় ডাক্তার ও নার্সদের অ্যাপ্রোন, মুখে মাস্ক এবং গলায় আইডি কার্ড পরে সুকৌশলে বাসায় প্রবেশ করে চুরি করেন চক্রের সদস্যরা। এরপর কৌশলে মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে সটকে পড়ে। এই চক্রের প্রধান আফসানা আক্তার এশা ওরফে মিম (২২)। মিমের দেওয়া তথ্যের ভিত্তিতে অনুযায়ী রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে করে চক্রের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে গুলশান থানাসহ বিভিন্ন থানায় মোট ১৪টি নিয়মিত মামলা ও দুটি সাজা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 

ডিসি আরও জানান, আফসানা আক্তার এশা ওরফে মিম (২২) গুলশান, নিউমার্কেট, মোহাম্মদপুর ও তেজগাঁও থানায় একবার করে এবং মো. মোখলেছুর রহমান (৫১) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একবার গ্রেপ্তার হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত