নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শরীরে ডাক্তারি পোশাক, মুখে মাস্ক, গলায় আইডি কার্ড। ডাক্তার ও নার্স বেশে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে চুরিতে জড়িত একটি চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা-পুলিশ। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আফসানা আক্তার এশা ওরফে মিম (২২), তন্ময় বিশ্বাস (৩০), স্বপন শেখ (৪৫), মো. নুরুল ইসলাম (২৭), কলিম উদ্দিন কালু ওরফে কলিউল্লাহ (৪০) ও মো. মোখলেছুর রহমান (৫১)।
এ সময় তাঁদের কাছ থেকে ছয়টি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও দুটি ব্যাগ জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সেন্টারে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
আ. আহাদ বলেন, ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় ডাক্তার ও নার্সদের অ্যাপ্রোন, মুখে মাস্ক এবং গলায় আইডি কার্ড পরে সুকৌশলে বাসায় প্রবেশ করে চুরি করেন চক্রের সদস্যরা। এরপর কৌশলে মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে সটকে পড়ে। এই চক্রের প্রধান আফসানা আক্তার এশা ওরফে মিম (২২)। মিমের দেওয়া তথ্যের ভিত্তিতে অনুযায়ী রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে করে চক্রের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে গুলশান থানাসহ বিভিন্ন থানায় মোট ১৪টি নিয়মিত মামলা ও দুটি সাজা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ডিসি আরও জানান, আফসানা আক্তার এশা ওরফে মিম (২২) গুলশান, নিউমার্কেট, মোহাম্মদপুর ও তেজগাঁও থানায় একবার করে এবং মো. মোখলেছুর রহমান (৫১) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একবার গ্রেপ্তার হয়েছিলেন।

শরীরে ডাক্তারি পোশাক, মুখে মাস্ক, গলায় আইডি কার্ড। ডাক্তার ও নার্স বেশে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে চুরিতে জড়িত একটি চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা-পুলিশ। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আফসানা আক্তার এশা ওরফে মিম (২২), তন্ময় বিশ্বাস (৩০), স্বপন শেখ (৪৫), মো. নুরুল ইসলাম (২৭), কলিম উদ্দিন কালু ওরফে কলিউল্লাহ (৪০) ও মো. মোখলেছুর রহমান (৫১)।
এ সময় তাঁদের কাছ থেকে ছয়টি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও দুটি ব্যাগ জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সেন্টারে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
আ. আহাদ বলেন, ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় ডাক্তার ও নার্সদের অ্যাপ্রোন, মুখে মাস্ক এবং গলায় আইডি কার্ড পরে সুকৌশলে বাসায় প্রবেশ করে চুরি করেন চক্রের সদস্যরা। এরপর কৌশলে মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে সটকে পড়ে। এই চক্রের প্রধান আফসানা আক্তার এশা ওরফে মিম (২২)। মিমের দেওয়া তথ্যের ভিত্তিতে অনুযায়ী রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে করে চক্রের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে গুলশান থানাসহ বিভিন্ন থানায় মোট ১৪টি নিয়মিত মামলা ও দুটি সাজা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ডিসি আরও জানান, আফসানা আক্তার এশা ওরফে মিম (২২) গুলশান, নিউমার্কেট, মোহাম্মদপুর ও তেজগাঁও থানায় একবার করে এবং মো. মোখলেছুর রহমান (৫১) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একবার গ্রেপ্তার হয়েছিলেন।

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫
এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫
মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫