Ajker Patrika

রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশের এএসআই

ঢামেক প্রতিনিধি
রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশের এএসআই

রাজধানীতে পারভেজ মল্লিক (৩৯) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ মঙ্গলবার গাজীপুর থেকে ঢাকায় আসার পথে দুপুরের দিকে চলন্ত বাসে এই ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যকে অচেতন অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। 

তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া একই বাসের যাত্রী মো. সাইদুর রহমান জানান, বলাকা পরিবহনের বাসটি গাজীপুর চৌরাস্তা থেকে সায়দাবাদ দিকে যাচ্ছিল। বাসে করে বনানী পর্যন্ত আসার পর তিনি দেখেন, তাঁর পেছনের একটি সিটে অচেতন হয়ে পড়ে আছেন এক ব্যক্তি। তখন তাঁর কাছে থাকা আইডি কার্ড দেখেন বোঝেন তিনি একজন পুলিশ সদস্য। পরে বাসটি রাজারবাগ পুলিশ লাইনের সামনে এলে তিনি নিজেই বাস থেকে নামিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। 

বাসের ভেতর বই নিয়ে এক হকার উঠেছিল। ওই হকার তাঁর ওপর কোনো ভাবে চেতনানাশক কিছু প্রয়োগ করতে পারে বলে ধারণা সাইদুর রহমানের। 

এদিকে গাজীপুর টঙ্গী-পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদ জানান, পারভেজ মল্লিক টঙ্গী পূর্ব থানায় এএসআই পদে কর্মরত। তাঁর বাড়ি চাঁদপুর মতলব উত্তর থানা এলাকায়। তবে তিনি আজকে বাসে করে কোথায় যাচ্ছিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। 

এএসআই পারভেজের পকেটে আইডি কার্ড ও মোবাইল ফোন ছাড়া আর কিছু পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল থেকে তাঁর পাকস্থলী ওয়াশ করে মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে নিয়ে ভর্তি করানো হয়েছে বলে জানান এসআই অহিদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত