Ajker Patrika

শ্রীনগরে পিতার হাতে পুত্র খুনের মামলার ২৪ ঘণ্টায় চার্জশিট

প্রতিনিধি
শ্রীনগরে পিতার হাতে পুত্র খুনের মামলার ২৪ ঘণ্টায় চার্জশিট

শ্রীনগর (মুন্সিগঞ্জ): মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলায় পিতার ছুরিকাঘাতে মানসিক ভারসাম্যহীন পুত্র খুনের ঘটনায় পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক পিতাকে গ্রেপ্তার করে চার্জশিট (চার্জশিট নম্বর-১২৯) প্রদান করেছে। আজ মঙ্গলবার (৮ জুন) বিকেলে শ্রীনগর থানা-পুলিশ এই চার্জশিট প্রদান করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঁইয়া জানান, মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরপরই ঘাতক বাবাকে একমাত্র আসামি করে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে চার্জশিট প্রদান করেছে।

জানা যায়, শ্রীনগর থানার গেটের পশ্চিম পাশের মেসার্স ফাহাদ স্টোরের মালিক গিয়াস উদ্দিন (৬০)। গত সোমবার (৭ জুন) বিকেলে তার দোকানে টাকা চাইতে আসে মানসিক ভারসাম্যহীন ছেলে লিমন (২৮)। এ সময় বাবা গিয়াসউদ্দিন ছেলের বায়না পূরণে রাজি না হওয়ায় ছেলে তাকে মারধর শুরু করে। উপায় না দেখে গিয়াস উদ্দিন দোকানের চায়ের আদা-লেবু কাটার চাকু দিয়ে ছেলের বুকে আঘাত করে। এ সময় লিমন মাটিতে লুটিয়ে পরলে তাঁর বাবা ও স্থানীয়রা তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করে। পুলিশ হাসপাতাল থেকে গিয়াস উদ্দিনকে আটক করে। এ ঘটনায় লিমনের মা দেউলভোগ গ্রামের মমতাজ বেগম তার স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, থানা সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার মধ্যে কোন হত্যাকাণ্ডের ঘটনায় সর্বপ্রথম দ্রুততম চার্জশিট এটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত