Ajker Patrika

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী শ্রমিককে চাকরিচ্যুতের অভিযোগ

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৮: ৫১
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী শ্রমিককে চাকরিচ্যুতের অভিযোগ

কারখানার কর্মকর্তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গাজীপুরের শ্রীপুরে এক নারী শ্রমিককে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার সকালে ওই নারী শ্রমিক বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী নারী শ্রমিকের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। তিনি শ্রীপুর পৌরসভার একটি ভাড়া বাড়িতে থাকেন এবং স্থানীয় ‘ভিনটেজ ডেনিম লিমিটেড’ নামক একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।

অভিযুক্ত ওই কর্মকর্তার নাম শুক্কুর আলী (৪০)। তিনি একই কারখানার লাইন চিফ হিসেবে কর্মরত রয়েছেন।

নারী শ্রমিক অভিযোগ করে বলেন, ‘বেশ কয়েক দিন ধরে ওই ব্যক্তি আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। আমি তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। গত কয়েক দিন ধরে আমি কারখানা গেলে নানা ধরনের অপবাদ দিতে থাকে। গত রোববার কারখানায় গেলে তিনি আমাকে কাজ না দিয়ে আমাকে ৫ ঘণ্টা দাঁড় করিয়ে রাখে। পরবর্তীতে আমার কাছ থেকে জোর করে একটি সাদা কাগজে স্বাক্ষর নেয়। কোনো ধরনের বেতন-ভাতা না দিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হলো জানিয়ে বলে আজ থেকে আমার চাকরি নেই। এ জন্য ন্যায় বিচার পেতে লিখিত অভিযোগ দায়ের করেছি।’ 

অভিযুক্ত লাইন চিফ শুক্কুর আলী মোবাইলে বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। সে দেরি করে অফিসে আসার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি কোনো ধরনের কুপ্রস্তাব দেইনি।’

ভিনটেজ ডেনিম লিমিটেডের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মো. সবুজ মিয়া বলেন, ‘ওই নারী শ্রমিক আমার কাছে মৌখিকভাবে জানিয়েছেন। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ওনারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’

চাকরিচ্যুত করার বিষয়ে এই কর্মকর্তা আরও বলেন, ‘চাকরিচ্যুত হওয়ার বিষয়টি ওই নারী শ্রমিক জানাননি। তবে কুপ্রস্তাবের বিষয়ে জানিয়েছেন। লাইন চিফ ইচ্ছে করলেই চাকরিচ্যুত করতে পারে না। কী হয়েছে এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে নারী শ্রমিক বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইগত পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত