Ajker Patrika

শাহজালালে বতসোয়ানার নারীর ব্যাগে মিলল ৩ কেজি হেরোইন

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৮: ০৬
শাহজালালে বতসোয়ানার নারীর ব্যাগে মিলল ৩ কেজি হেরোইন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি হেরোইনসহ মোলাপিসি লেসেডি নামের বতসোয়ানার এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। আজ রোববার বিকেল সাড়ে ৪টায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (ডিসি) সানোয়ারুল কবির আজকের পত্রিকাকে বলেন, সকালেই আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি বিমানবন্দরে দিয়ে কোকেনের চোরাচালান হবে। ওই তথ্যের ভিত্তিতে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগত সন্দেহজনক বতসোয়ানার নাগরিককে উড়োজাহাজ থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাঁর সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিং করা হয়।

স্ক্যানিংয়ের সময় লাগেজের ভেতরে থাকা কতগুলো ব্যাগের ভেতরে মাদকের অস্তিত্ব পাওয়া যায়। সানোয়ারুল কবির জানান, লাগেজে পাওয়া মাদকের ওজন ৩ কেজি ১৪৫ গ্রাম। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবগত করলে তারা পরীক্ষার পর জানায়, এসব মাদক হলো হেরোইন।

মো. সানোয়ারুল কবির বলেন, এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত