Ajker Patrika

ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি, গ্রেপ্তার ২

চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন কিনে বিভিন্ন ধরণের সফটওয়্যারের মাধ্যমে সেইসব ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল একটি চক্র। এই চক্রের শীর্ষ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

গত মঙ্গলবার রাত ৮টায় বংশাল থেকে আইএমইআই পরিবর্তন করার বিভিন্ন ডিভাইস, সফটওয়্যার ও চোরাই মোবাইল সহ পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আব্দুল জব্বার রানা (৩৩), মো. শাহিন (৪০)। 

সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেপ্তারকৃত আসামীরা ঢাকা মহানগরসহ সারাদেশের বিভিন্ন জায়গায় চোরাই মোবাইল সেটের আইএমইআই নম্বর পরিবর্তন করে সেইসব চোরাই মোবাইল সেট বিক্রি করে আসছিল। তিনি বলেন, ‘বিশেষ ডিভাইস ও সফটওয়্যার ব্যবহার করে যে কোন মোবাইল সেটের আইএমইআই পরিবর্তন করে থাকে তারা।’ 

মুক্তা ধর বলেন, ‘বংশালের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের ৪র্থ তলার লিন ইন্টারন্যাশনাল থেকে মো. আব্দুল জব্বার রানা কে ডিভাইস, সফটওয়্যার ও চোরাই মোবাইল সহ এবং ফনিক্স রোডের নগর ভবনের বিপরীত পাশের একটি দোকান থেকে ডিভাইস, সফটওয়্যার ও চোরাই মোবাইল সহ মো. শাহিন কে গ্রেপ্তার করা হয়।’ 

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ৭ টি আইএমইএই পরিবর্তনকারী ডিভাইস, ১০ টি চোরাই এনড্রয়েড মোবাইল ফোন। এই ঘটনায় বংশাল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত