Ajker Patrika

গোপালগঞ্জে কষ্টিপাথরসহ চোরাকারবারি চক্রের ছয় সদস্য আটক 

প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২১, ১৫: ০৬
গোপালগঞ্জে কষ্টিপাথরসহ চোরাকারবারি চক্রের ছয় সদস্য আটক 

গোপালগঞ্জ: গোপালগঞ্জে মূল্যবান কষ্টিপাথরসহ চোরাকারবারি ও দালাল চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‍্যাব। কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামের চোরাকারবারী পীযূষ বাড়ৈয়ের বাড়িতে অভিযান চালিয়ে ৪ কেজি ৭৮০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরসহ ছয়জনকে আটক করে র‍্যাব। এ সময় র‍্যাবের সদস্যরা কষ্টিপাথর ক্রয়বিক্রয় কাজে ব্যবহৃত ৮টি মোবাইল, ১০টি সিম কার্ড ও ক্রয়বিক্রয়ের নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করে। 

গতকাল বুধবার সন্ধ্যায় কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে র‍্যাব সদস্যরা তাঁদের আটক করেন। আজ বৃহস্পতিবার আটকৃত ব্যক্তি ও পণ্য কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামের প্রেমচাঁদ বাড়ৈয়ের ছেলে পীযূষ বাড়ৈ (৫০), একই উপজেলার উনশিয়া গ্রামের গৌরাঙ্গ কর্মকারের ছেলে গোবিন্দ কর্মকার (২৭), বুরুয়া গ্রামের অমল গাইনের ছেলে মহাদেব গাইন (২৪), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রামের মৃত দেবেন্দ্রনাথ মোড়লের ছেলে প্রশান্ত কুমার মোড়ল ওরফে কির্ত্তনীয়া (৬০), একই গ্রামের গৌরাঙ্গ বালার ছেলে কাশী বালা (৩৭) এবং মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কোলচরী স্বস্থাল গ্রামের মৃত মোমিন উদ্দিন মোল্লার ছেলে মো. নান্নু মোল্লা (৪৫)। 

এ ছাড়া আটককৃতরা চোরাকারবারি, দালাল, ঠক, প্রতারক, বাটপার ও ধূর্ত প্রকৃতির বলে র‍্যাবকে জানিয়েছে কলাবাড়ী গ্রােমর বাসিন্দারা। আটক আসামিরা জিজ্ঞাসাবাদে দেশের মূল্যবান কষ্টিপাথর চোরাচালানের উদ্দেশ্যে দেশের বাইরে পাচারে লিপ্ত রয়েছেন বলে জানিয়েছেন। তাঁরা দেশের বিভিন্ন স্থানের সাধারণ মানুষকে চাকরি, বদলি, ব্যবসা ও ঠিকাদারি পাইয়ে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছেন বলে স্বীকার করেছেন। 
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত