Ajker Patrika

প্রবাসে গৃহকর্মীকে যৌন নির্যাতন, ঢাকায় রিক্রুটিং এজেন্সির পরিচালকসহ দুজন গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রবাসে গৃহকর্মীকে যৌন নির্যাতন, ঢাকায় রিক্রুটিং এজেন্সির পরিচালকসহ দুজন গ্রেপ্তার

গৃহকর্মীর কাজে গিয়ে প্রবাসে যৌন, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন ৩০ বছরের এক নারী। বিষয়টি দেশে থাকা স্বামীকে জানান। পরে তাঁর স্বামীর দেওয়া অভিযোগের ভিত্তিতে রাজধানীর পল্টন থেকে রিক্রুটিং এজেন্সি স্টার লাইন অ্যাসোসিয়েটের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ মো. মানসুরুল হক (৬০) ও কর্মচারী মো. রাজনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে এই তথ্য জানান। তিনি বলেন, পল্টনের চায়না টাউন ভবন থেকে গতকাল সোমবার রাতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভুক্তভোগী প্রবাসী গৃহকর্মীর স্বামী বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মানব পাচার ও প্রতিরোধ আইনে আজ একটি মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রিক্রুটিং এজেন্সি স্টার লাইন অ্যাসোসিয়েটের মাধ্যমে গত ২ ফেব্রুয়ারি গৃহকর্মী হিসেবে সৌদি আরবে যান ওই নারী। সেখানে যাওয়ার পর থেকেই নিয়োগকারী ব্যক্তি প্রতিনিয়ত যৌন নির্যাতনসহ শারীরিক-মানসিক অত্যাচার করছিল। বিষয়টি দেশে অবস্থানরত স্বামীকে তিনি জানান। পরে স্বামী তাঁকে দেশে ফিরিয়ে আনতে বারবার ওই রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। তাতে রিক্রুটিং এজেন্সি ৪ লাখ টাকা দাবি করে।

কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী প্রবাসীর স্বামী বিমানবন্দর এপিবিএন বরাবর লিখিত অভিযোগ করেন। সেখানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কোনো প্রশিক্ষণ ও ছাড়পত্র (স্মার্ট কার্ড) ছাড়াই ওই গৃহবধূকে সৌদি আরবে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়।

পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে সত্যতা পাওয়ায় পল্টনের স্টার লাইন অ্যাসোসিয়েট নামের ওই রিক্রুটিং এজেন্সিতে গতকাল সোমবার রাতে অভিযান চালানো হয়। এ সময় এর ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ মানসুরুল হক ও অফিস কর্মচারী রাজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভুক্তভোগী গৃহকর্মীর স্বামী বাদী হয়ে পল্টন থানায় তাঁদের নামে মামলা করেন।’

ভুক্তভোগীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রবাসী ওই গৃহকর্মীকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্র্যাকসহ অন্যান্য এজেন্সির সঙ্গে যোগাযোগ করছি। তাঁকে দেশে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত