Ajker Patrika

ঢামেকে সুতা চুরির সময় কর্মচারী কল্যাণ সমিতির নেতা আটক

ঢামেক প্রতিবেদক
ঢামেকে সুতা চুরির সময় কর্মচারী কল্যাণ সমিতির নেতা আটক

অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত সুতা চুরি করার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক অফিস সহায়ককে হাতেনাতে আটক করেছে র‍্যাব।

আজ রোববার বেলা ২টার দিকে হাসপাতালের বাগান গেট থেকে একটি কালো ব্যাগভর্তি সুতাসহ আব্দুল হাকিম (৪০) নামে ওই কর্মচারীকে আটক করা হয়। পরে তাঁকে র‍্যাব-৩-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 

হাসপাতাল সূত্রে জানা যায়, আব্দুল হাকিম হাসপাতালের ২১৪ নম্বর সার্জারি ওয়ার্ডে কাজ করেন। তিনি বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘আজ হাসপাতালের এক কর্মচারীকে সুতার প্যাকেটসহ আটক করেছে র‍্যাব। এ সুতা রোগীদের অপারেশনের সেলাই করার কাজে ব্যবহৃত হয়। এর আগেও আমাদের নিজস্ব উদ্যোগে এমন অনেককে ধরে পুলিশে দেওয়া হয়েছে।’

পরিচালক বলেন, ‘এসব কাজে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা চাই হাসপাতাল অপরাধমুক্ত থাকুক। মুষ্টিমেয় লোক এই অপকর্মের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও এ বিষয়ে সচেতন আছি।’

এ ব্যাপারে র‍্যাব-৩-এর সিইও লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে রোগীদের জন্য ব্যবহৃত ২৪ বাক্স সুতাসহ এক কর্মচারীকে আটক করা হয়েছে। যার বাজারমূল্য আড়াই লাখ টাকা। হাসপাতালের ওয়ার্ড থেকে কালো একটি ব্যাগে করে ওই সুতা বাইরে নিয়ে যাচ্ছিলেন তিনি। এই ঘটনায় তাঁর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করবে।’

এ বিষয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির (ঢামেক) সাধারণ সম্পাদক মো. শিপন মিয়া বলেন, ‘আমাদের সংগঠনের নেতা হাসপাতাল থেকে সুতা চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমাদের সংগঠনের নেতাদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি নিয়ে মিটিং ডাকা হয়েছে। অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত