Ajker Patrika

মোহাম্মদপুরে চুরি: গৃহপরিচারিকা ও ২ নিরাপত্তাকর্মীকে রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোহাম্মদপুরে চুরি: গৃহপরিচারিকা ও ২ নিরাপত্তাকর্মীকে রিমান্ডে চায় পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে বাবর রোডের একটি বাসায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনায় তিনজকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। 

এ ছাড়া ওই বাড়ির সিসিটিভি ফুটেজে লাল রঙের কাপড় পরিহিত এক নারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গেছে। ঘটনার দিন (২৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ওই নারী বাসার সামনে ঘোরাফেরা করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ইমামুল আরাফাত। 

ইমামুল আরাফাত বলেন, ‘এক নারী সকাল থেকে বাসার সামনে ঘোরাঘুরি করছিল। দীর্ঘ সময় আমার বাসার সামনে অপেক্ষা করেছে। তার আচরণ ছিল সন্দেহজনক। ঘোরাঘুরির সময়ে ওই নারী বাসার ছবি তুলেছে এবং বাসার নিরাপত্তা কর্মীদের নাকি বাসার বাসিন্দাদের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছে। পুরোটা সময় নিরাপত্তা কর্মীদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে।’ 

সিসিটিভি ফুটেজে দুজনকে দেখা গেছে জানিয়ে আরাফাত বলেন, ‘ওই নারী চলে যাওয়ার পর একজন মধ্যবয়স্ক লোক আসেন। তিনি আমার বাসার গ্রিল কেটে প্রবেশ করে। বাসায় থাকা আলমারি ভেঙে ২৬ লাখ টাকা মূল্যের ৩৭ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ টাকা ও একটি ল্যাপটপ নিয়ে যান। ল্যাপটপটির বাজারমূল্য ৭৫ হাজার টাকা।’ 

সিসিটিভি ফুটেজে দুইজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গেছে।এ দিকে এ ঘটনায় মামলা করার পরপরই বাসার গৃহপরিচারিকা পারভিন আক্তার ও দুই নিরাপত্তাকর্মী শহীদুল ও দেলওয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মজিবুর রহমান। 

মামলাটির তদন্ত করছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল ইসলাম। রিমান্ড আবেদন করে আসামিদের নিয়ে তিনি বর্তমানে আদালতে আছেন। আদালতে শুনানির অপেক্ষায় আছেন জানিয়ে নাজমুল বলেন, ‘আটক তিনজনের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করে আদালতে আনা হয়েছে।’ 

গত ২৯ এপ্রিল রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে মোহাম্মদপুরের বাবর রোডের ওই বাড়ির বাসিন্দা ইমামুল আরাফাতের বাসায় প্রবেশ করে। নগদ ও স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এই ঘটনায় গতকাল শনিবার আরাফাত বাদী হয়ে মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত