Ajker Patrika

২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা মেয়ে, ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা মেয়ে, ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

কিশোরগঞ্জে মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগে বাবাকে (৪৮) আটক করেছে র‍্যাব–১৪। গতকাল সোমবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে ওই বাবাকে আটক করে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
 
র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গত বছরের ৫ নভেম্বর সদর উপজেলায় এক ব্যক্তি নিজ বসত ঘরে তাঁর মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না বলার জন্য মেয়েকে ভয় দেখায় ধর্ষক বাবা। ভয়ে কাউকে কিছু না বলার সুযোগে মেয়েকে টানা ছয় মাস একাধিকবার ধর্ষণ করেন ওই বাবা।

মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বলেন, ধর্ষণের ফলে শারীরিক পরিবর্তন ঘটলে বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যদের জানায় ওই মেয়ে। পরে ওই মেয়ের বড় ভাই তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। শারীরিক পরীক্ষার পর চিকিৎসক জানান, ওই মেয়ে ২৭ থেকে ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানার পর গতকাল সোমবার মেয়ের বড় ভাই কিশোরগঞ্জ মডেল থানায় বাবার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার ফলে আমরা আসামিকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে আসামির অবস্থান নিশ্চিত করে আমরা অভিযান পরিচালনা করে তাঁকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তাঁর নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছেন বলে স্বীকার করেন। তাঁকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’    

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত