Ajker Patrika

ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজন রিমান্ডে

উত্তরার ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার আরও দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন আকাশ আহম্মদ বাবুল ও মো. মিলন মিয়া। গত সোমবার তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আজ বিকেলে আসামিদের আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক সাজু মিয়া প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রোববার এই মামলায় গ্রেপ্তার আটজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার আরেকজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

আজ রিমান্ড আবেদনে বলা হয় ছিনতাই হওয়া আরও টাকা উদ্ধার এবং এই ঘটনার পেছনে আর কারা জড়িত তা উদ্‌ঘাটনের জন্য তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আসামি আকাশ ও মিলন ছিনতাই ঘটনার মূল পরিকল্পনাকারী।

গত ৯ মার্চ সকালে রাজধানীর উত্তরার তুরাগ থানাধীন দিয়াবাড়ি ১১ নম্বর সড়কে ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে ৯ মার্চ দিবাগত রাতে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত