Ajker Patrika

সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ১০

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৬: ৪২
সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর এলাকায় এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। 

টেঁটাবিদ্ধ মো.জমির আলীকে (৩০) ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে খাসমহল বালুচর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিরাজদিখানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষপুলিশ ও স্থানীয়রা জানান, খাসমহল বালুচর উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রের মধ্যে বিরোধের জেরে বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের শহীদ বাউল, আমির হোসেনদের সঙ্গে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল রানাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একজন টেঁটা বিদ্ধসহ ইট-পাটকেলের আঘাতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ পাঁচটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, বালুচর ইউনিয়নে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচটি কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হয়। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। জড়িত দুই পক্ষেরই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত