Ajker Patrika

বনানীর ফ্ল্যাট থেকে মাদক উদ্ধার, সেলিম সাত্তার কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বনানীর ফ্ল্যাট থেকে মাদক উদ্ধার, সেলিম সাত্তার কারাগারে

রাজধানীর বনানীর একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের মামলায় ফ্ল্যাট মালিক ও সাবেক বলাকা ব্লেড বর্তমানে সামাহ রেজর ব্লেডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলিম সাত্তারকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর তাঁকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

সোমবার দুপুরের পর সেলিম সাত্তারকে আদালতে হাজির করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক নাজমুল হোসেন খান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে আসামির আইনজীবী সালেহ উদ্দিন জামিন চেয়ে আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি সেলিম সাত্তার বলাকা ব্লেড (বর্তমান সামাহ রেজর ব্লেডস) ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক।

এর আগে রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বনানীর এম ব্লকের ১১ নম্বর সড়কের ৭৭ নম্বর ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, কোকেন, ক্রিস্টাল মেথ, মিথাইল অ্যামফিটামিন, আইস, এমডিএমএ, এলএসডি, সিনথেটিক গাঁজা, সিসা জব্দ করা হয়। ফ্ল্যাটের মালিক ও মাদকের সঙ্গে জড়িত সেলিম সাত্তারকেও আটক করা হয়।

এ ঘটনায় সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক নাজমুল হোসেন খান বনানী থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

সেজ ভাইয়ের চোখ উপড়ে ফেললেন অপর দুই ভাই, বাবাসহ আসামি ৮

রূপপুর পরমাণু কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত