মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মৈত্রী এক্সপ্রেসের চালকসহ উভয় ট্রেনের ৬ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ও রাতে মির্জাপুর রেলস্টেশন ও রশিদ দেওহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত মৈত্রী এক্সপ্রেসের চালক তৌহিদুজ্জামান ঢাকায় লিখিত অভিযোগ দিলে আজ শনিবার ঢাকা ও টাঙ্গাইল থেকে রেলওয়ে পুলিশের কর্মকর্তারা মির্জাপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন মির্জাপুরের স্টেশন মাস্টার কামরুল হাসান।
ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে পাথরের আঘাতে আহত একজন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ইলিয়াস সরকার। তিনি আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ঢাকার কমলাপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশে ট্রেনে রওয়ানা দেন। রাত আনুমানিক ৯টার দিকে মির্জাপুর রেলস্টেশনে পৌঁছার ঠিক আগ মুহূর্তে আচমকা পাথর এসে তার কপালে লেগে রক্ত ঝরতে শুরু করে। পাথরের আঘাতে তিনিসহ ট্রেনের আরও ৪ জন যাত্রী আহত হন। ট্রেনে অবস্থানকারী পাকশী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতদের ট্রেনেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
এর আগে একই দিন বেলা ৩টার দিকে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন এলাকায় পৌছার পর দুর্বৃত্তরা ওই ট্রেনে পাথর ছুরে। এই ঘটনায় ওই ট্রেনের চালক তৌহিদুজ্জামান গুরুতর আহত হন বলে মির্জাপুরের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান। তিনি বলেন, আজ শনিবার তাঁর চোখের অপারেশন হওয়ার কথা।
ট্রেনে পাথর নিক্ষেপের খবর পেয়ে আজ শনিবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ ও টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এএসআই ফজলুর রহমান। তারা মির্জাপুর পৌরসভার কাউন্সিলর আলী আজম সিদ্দকী, হাফিজুর রহমান, রওশনারা বেগম, সাবেক কাউন্সিলর সাজুসহ স্থানীয়দের নিয়ে বৈঠক করেন।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।’
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মৈত্রী এক্সপ্রেসের চালকসহ উভয় ট্রেনের ৬ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ও রাতে মির্জাপুর রেলস্টেশন ও রশিদ দেওহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত মৈত্রী এক্সপ্রেসের চালক তৌহিদুজ্জামান ঢাকায় লিখিত অভিযোগ দিলে আজ শনিবার ঢাকা ও টাঙ্গাইল থেকে রেলওয়ে পুলিশের কর্মকর্তারা মির্জাপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন মির্জাপুরের স্টেশন মাস্টার কামরুল হাসান।
ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে পাথরের আঘাতে আহত একজন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ইলিয়াস সরকার। তিনি আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ঢাকার কমলাপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশে ট্রেনে রওয়ানা দেন। রাত আনুমানিক ৯টার দিকে মির্জাপুর রেলস্টেশনে পৌঁছার ঠিক আগ মুহূর্তে আচমকা পাথর এসে তার কপালে লেগে রক্ত ঝরতে শুরু করে। পাথরের আঘাতে তিনিসহ ট্রেনের আরও ৪ জন যাত্রী আহত হন। ট্রেনে অবস্থানকারী পাকশী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতদের ট্রেনেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
এর আগে একই দিন বেলা ৩টার দিকে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন এলাকায় পৌছার পর দুর্বৃত্তরা ওই ট্রেনে পাথর ছুরে। এই ঘটনায় ওই ট্রেনের চালক তৌহিদুজ্জামান গুরুতর আহত হন বলে মির্জাপুরের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান। তিনি বলেন, আজ শনিবার তাঁর চোখের অপারেশন হওয়ার কথা।
ট্রেনে পাথর নিক্ষেপের খবর পেয়ে আজ শনিবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ ও টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এএসআই ফজলুর রহমান। তারা মির্জাপুর পৌরসভার কাউন্সিলর আলী আজম সিদ্দকী, হাফিজুর রহমান, রওশনারা বেগম, সাবেক কাউন্সিলর সাজুসহ স্থানীয়দের নিয়ে বৈঠক করেন।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫